Advertisement
Advertisement

Breaking News

চুলের ছাঁট হতে হবে ‘যোগী’র মতো, নির্দেশ উত্তরপ্রদেশের স্কুলে

রাখা যাবে না 'মুসলিমদের মতো দাড়িও'৷

UP school tells students to get ‘Yogi haircut’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 28, 2017 3:22 am
  • Updated:April 28, 2017 3:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্কুলে আসতে হলে চুল ছাঁটতে হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো৷ মুসলিমদের মতো দাড়ি রাখা যাবে না৷ কারণ, এটা স্কুল, নমাজ পড়ার জায়গা নয়৷’ এমনই নির্দেশ উত্তরপ্রদেশের মীরাটের এক CBSE স্কুলে৷ এতদিন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের হেয়ারস্টাইল মেনে চলত হত সে দেশের বাসিন্দাদের৷ এবার উত্তরপ্রদেশেও ‘কিম’রাজ চালু হয়ে গেল, বলছেন সমালোচকদের একাংশ৷

[‘বন্দেমাতরম’ গাইতে না চাওয়া চিন্তার বিষয়: যোগী আদিত্যনাথ]

মীরাটের CBSE স্কুল কর্তৃপক্ষ প্রায় ২৮০০ পড়ুয়াকে এই নির্দেশ দিয়েছে বলে খবর৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের এই নির্দেশ মেনে চলতে হবে৷ এখানেই শেষ নয়! এর পাশাপাশি, স্কুল চত্বরে আমিষ খাবার ও প্রেমের উপরেই জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ বৃহস্পতিবার এই নির্দেশ প্রকাশ্যে আসে একটি অপ্রীতিকর ঘটনার পর৷ কয়েকজন পড়ুয়াকে ঋষভ অ্যাকাডেমি কো-এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকতে দেওয়া হয়নি৷ অভিযোগ, ওই পড়ুয়াদের চুলের ছাঁট উপযুক্ত ছিল না৷

Advertisement

[এবার যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী করার দাবি উঠল]

স্কুলের ম্যানেজিং কমিটির সচিব রঞ্জিৎ জৈন বলেছেন, “আমরা পড়ুয়াদের বলেছি, ‘যোগী’র মতো চুল কাটতে হবে৷ আমরা কী বলতে চেয়েছি, সেটা আরও একবার স্পষ্ট করে দিতে চাই! পড়ুয়াদের খুব ছোট করে, একেবারে সেনা জওয়ানের মতো হেয়ারস্টাইল রাখতে হবে৷” তিনি আরও জানিয়েছেন, শুধু চুল নয়, দাড়িও রাখতে পারবে না ছাত্ররা৷ কারণ জানতে চাইলে তাঁর বক্তব্য, “এটা স্কুল, কোনও মাদ্রাসা বা নমাজ পড়ার জায়গা নয় যে দাড়ি রাখা যাবে৷” স্কুল কর্তৃপক্ষের দাবি, যেহেতু এটি একটি জৈন স্কুল তাই স্কুল চত্বরে কোনও আমিষ খাবার নিয়ে ঢোকা যাবে না৷ কোনও পড়ুয়া লুকিয়ে আমিষ টিফিন আনছে কি না, জানতে সাপ্রাইজ ভিজিট হবে ক্লাসে ক্লাসে৷ স্কুলে ছেলে ও মেয়েদের আলাদা বসার জায়গা হয়েছে৷

[এবার থেকে ‘Z+’ স্তরের নিরাপত্তা পাবেন যোগী আদিত্যনাথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement