Advertisement
Advertisement

Breaking News

ইংরাজি

স্কুল পরিদর্শকের সামনে ইংরাজি পড়তে গিয়ে হোঁচট শিক্ষিকার, ভাইরাল ভিডিও

ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাওয়ের।

UP School Teachers Couldn't Read In English During Test, Suspended
Published by: Soumya Mukherjee
  • Posted:December 1, 2019 12:26 pm
  • Updated:December 1, 2019 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরাজির শিক্ষিকা যদি ‘ইংলিশ’ বলতে গিয়ে হিমশিম খায় তাহলে কী রকম লাগে! বিষয়টি শুনে বিশ্বাস না হলেও এমন কাণ্ডই ঘটেছে দেশের সবথেকে বড় রাজ্যে। সেখানকার এক শিক্ষিকা ইংরাজিতে কথা বলার সময় কী করবেন, নিজেই বুঝতে পারছেন না। একে তো উচ্চারণে হোঁচট খাচ্ছেন। বানান করে পড়তে গিয়েও আরও খারাপ অবস্থা। ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাওয়ের সিকন্দরপুরের একটি সরকারি স্কুলের।

[আরও পড়ুন: সুপ্রিম নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, হায়দরাবাদে নির্যাতিতার নাম প্রকাশ করে বিতর্কে রাজ্যপাল]

সেখানকার ইংরাজি শিক্ষিকার এমন অবস্থা দেখে ভীষণ অবাক হন স্কুল পরিদর্শন করতে যাওয়া জেলাশাসক। তারপরই দ্রুত ওই ইংরাজি শিক্ষিকাকে বরখাস্ত করার নির্দেশ দেন। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। ওই শিক্ষিকার কাণ্ড দেখে সরব হয়েছেন নেটিজেনরাও। তাঁদের অনেকের মতে, শিক্ষিকার যদি এমন দশা হয়, তাহলে ছাত্র-ছাত্রীদের অবস্থা কী হবে!

Advertisement

গত শুক্রবার সিকন্দরপুরের ওই সরকারি স্কুলে আচমকাই পরিদর্শনে গিয়েছিলেন জেলাশাসক দেবেন্দ্র কুমার পাণ্ডে। প্রতিটা ক্লাস ঘোরার পর শিক্ষিকাদের সঙ্গে কথা বলে অষ্টম শ্রেণির ঘরে যান তিনি। সেখানে তখন ক্লাস নিচ্ছিলেন স্কুলের ইংরাজির শিক্ষিকা রাজকুমারী। প্রথমে ছাত্রীদের কিছু প্রশ্ন করে নিরাশ হন জেলাশাসক। স্কুলের পাঠ্যবইয়ের প্রায় কিছুই জানা নেই তাদের।  পড়ুয়াদের এমন দশা দেখে সোজাসুজি প্রশ্ন করতে শুরু করেন শিক্ষিকাকে। সিলেবাসের বই খুলে কয়েকটি লাইন রিডিং পড়তে বলেন শিক্ষিকাকে।

[আরও পড়ুন: FIR নিতে গড়িমসি, হায়দরাবাদে ধর্ষণ ও খুনের ঘটনায় বরখাস্ত তিন পুলিশ আধিকারিক]

আর তখন হোঁচট খেতে খেতে পড়া শুরু করেন রাজকুমারী। মাঝে দু’একটা শব্দ বানান করেও পড়ার চেষ্টা করেন। কিন্তু, একটিও লাইন পড়ে উঠতে পারেননি। শিক্ষিকার এমন জ্ঞানের বহর দেখে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন জেলাশাসক। অবিলম্বে শিক্ষিকাকে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement