সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল চত্বরে নমাজ পড়েছে একদল পড়ুয়া। এই অভিযোগে যোগীরাজ্যের একটি প্রাথমিক স্কুলের প্রিন্সিপালকে সাসপেন্ড করল শিক্ষা দপ্তর। একই ঘটনায় ওই স্কুলের আরও দুই শিক্ষককে সতর্ক করা হয়েছে বলেও জানা গিয়েছে। স্কুলের ভিতরে নমাজ পড়ার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক দানা বাঁধে। এর পরেই ব্যবস্থা নেয় প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নমাজ পড়ার ঘটনাটি লখনউয়ের নেপিয়ার রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার একদল ছাত্র স্কুল চত্বরেই নমাজ পড়েছিল। কেউ বা কারা সেই ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে। এর পরেই গোলমাল শুরু হয়। শনিবার একদল হিন্দুত্ববাদী স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়। এর পরেই আসরে নামে রাজ্যের স্কুল শিক্ষা প্রশাসন। সাসপেন্ড করা হয় স্কুলের প্রিন্সিপাল মীরা যাদবকে। সতর্ক করা হয়েছে আরও দুই শিক্ষককে।
রাজ্যের প্রাথমিক শিক্ষা আধিকারিক অরুণ কুমার বলেন, “খবর পেয়েছি কিছু অজ্ঞাত ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। শিক্ষকরা নিশ্চিত করেছেন, শুক্রবার স্কুলে নমাজ পড়েছে বেশ কিছু পড়ুয়া। যা স্কুল চত্বরের প্রশাসনের নির্দেশাবলীর লঙ্ঘন। ব্লক শিক্ষা আধিকারিক এই বিষয়ে তদন্ত করেছেন। তার ভিত্তিতেই প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে দুই শিক্ষক তেহজিন ফতিমা এবং মমতা মিশ্রকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.