সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তি রুখতে এবার সোশ্যাল মিডিয়ায় নজরদারি শুরু করল যোগী প্রশাসনের পুলিশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করায় এক সপ্তাহের মধ্যেই উত্তরপ্রদেশের ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের নজরে আরও ১৯ হাজার অ্যাকাউন্ট-ইউজার। প্রশাসনের সাফাই, রাজ্যে CAA বিরোধী আন্দোলনের নামে ছড়াতে থাকা হিংসা রুখতেই এই কড়া ব্যবস্থা।
নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে ওঠার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই সেই বিল আইনে পরিণত হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে প্রতিবাদের ঝাঁজও। পড়ুয়া থেকে বর্ষীয়ান নাগরিক, খেটে খাওয়া মজদুর থেকে রূপালি পর্দার তারকা-একসঙ্গে সকলে পথে নেমেছেন। বিতর্কিত আইন প্রত্যাহারে দাবিতে গলা মিলিয়েছেন সকলেই। তবে সেই প্রতিবাদী স্বর রোধ করতে পুলিশ-প্রশাসনও আগ্রাসী হয়েছে বলে অভিযোগ। আন্দোলনে নেমে গোটা দেশে প্রাণ হারিয়েছেন প্রায় ২৮ জন। বিশ্ববিদ্যালয় চত্বরে আক্রান্ত হয়েছে পড়ুয়ারাও। তাও প্রতিবাদ চলছে। সবচেয়ে ভয়ংকর অবস্থা হয়েছিল যোদী আদিত্যনাথের উত্তরপ্রদেশের। এই রাজ্যে প্রাণ হারিয়েছিলেন ২১ জন। গুলিতে জখম হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। অশান্তি রুখতে রাজ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। এমনকী ২১ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবাও।
এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর অভিযোগে আপাতত ১২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৯৩টি এফআইআর দায়ের করা হয়েছে। ১৯,৪০৯ টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯,৩৭২টি টুইটার, ৯,৮৫৬টি ফেসবুক এবং ১৮১টি ইউটিউব প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে।” পাশাপাশি, আন্দোলন চলাকালীর অশান্তির ছড়ানোয় মদত দেওয়ার জন্য ১১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার ৫৫৫৮ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিং বলেন, “আমরা নিরপরাধদের স্পর্শও করছি না। কিন্তু যারা সহিংস বিক্ষোভের সঙ্গে জড়িত তাদের আমরা রেহাই দেব না। আরতাই আমরা বহু সংস্থার সক্রিয় সদস্যদের গ্রেফতার করেছি।”
তবে উত্তরপ্রদেশ পুলিশের এই ভূমিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল ও নির্দিষ্ট ধর্মের মানুষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিজস্ব মত প্রকাশ করলেও প্রশাসনের কোপে পড়তে হচ্ছে। যা গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.