সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষপুরের সরকারি হাসপাতালের নির্বাসিত শিশু চিকিৎসক ডা. কাফিল খান-সহ ১৮ জনকে উত্তরপ্রদেশের আসন্ন বিধান পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। দেওরিয়া-কুশীনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাফিল। ৯ এপ্রিল হবে ভোট গ্রহণ। গণনা ১২ এপ্রিল।
गोरखपुर के डाक्टर @drkafeelkhan को उत्तर प्रदेश में MLC के होने वाले चुनाव में @samajwadiparty की तरफ़ से प्रत्याशी बनाया गया है । pic.twitter.com/R8e46StpAV
— GAURAV ARORA (@gauravaroranews) March 15, 2022
মঙ্গলবার লখনউয়ে সপা প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে দেখা করেন কাফিল খান। তাঁর হাতে গোরক্ষপুর হাসপাতালে মর্মান্তিক শিশুমৃত্যু সংক্রান্ত নথি তুলে দেওয়ার কথা টুইট করে জানান ওই চিকিৎসক। তারপরই সপার তরফে জানিয়ে দেওয়া হয়, বিধান পরিষদের জন্য কাফিল তাঁদের প্রার্থী হচ্ছেন। বস্তুত, এতদিন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন বক্তব্যে যোগী-মোদির বিরোধিতা করলেও কাফিল খান সক্রিয় রাজনীতিতে এই প্রথম সরাসরি অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে কমপক্ষে ৬০ শিশুর মৃত্যু হয়। তাতে দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। সেই সময় পরিস্থিতি সামাল দিতে নিজের ক্লিনিক থেকে কাফিল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছিলেন বলে জানা যায়। কিন্তু পরবর্তী কালে গোটা ঘটনার জন্য তাঁকেই দায়ী করে রাজ্য সরকার। তাঁকে গ্রেপ্তারও করা হয়। তবে দু’বছর ধরে তদন্তের পর সমস্ত অভিযোগ থেকে রেহাই দেওয়া হয় কাফিলকে। কিন্তু তারপরও তাঁর সাসপেনশন ওঠেনি।
এর মধ্যে যোগী সরকার কাফিলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও দায়ের করে। যার জেরে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে এই চিকিৎসককে। কিন্তু শেষপর্যন্ত সে অভিযোগও প্রমাণিত হয়নি। আপাতত জেল থেকে মুক্ত কাফিল। জেল থেকে বেরনোর পর একাধিকবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেছেন তিনি। একটা সময় তাঁর কংগ্রেস (Congress) যোগের জল্পনাও ছিল। যদিও শেষমেশ তিনি যোগ দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.