Advertisement
Advertisement
Kafeel Khan

এবার সক্রিয় রাজনীতিতে কাফিল খান! সমাজবাদী পার্টির টিকিটে লড়ছেন উত্তরপ্রদেশের বিধান পরিষদে

অখিলেশের হাত ধরলেন বিতর্কিত চিকিৎসক।

UP MLC elections: SP announces Dr Kafeel Khan as party's candidate | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 18, 2022 10:56 am
  • Updated:March 18, 2022 10:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষপুরের সরকারি হাসপাতালের নির্বাসিত শিশু চিকিৎসক ডা. কাফিল খান-সহ ১৮ জনকে উত্তরপ্রদেশের আসন্ন বিধান পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। দেওরিয়া-কুশীনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাফিল। ৯ এপ্রিল হবে ভোট গ্রহণ। গণনা ১২ এপ্রিল।

মঙ্গলবার লখনউয়ে সপা প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে দেখা করেন কাফিল খান। তাঁর হাতে গোরক্ষপুর হাসপাতালে মর্মান্তিক শিশুমৃত্যু সংক্রান্ত নথি তুলে দেওয়ার কথা টুইট করে জানান ওই চিকিৎসক। তারপরই সপার তরফে জানিয়ে দেওয়া হয়, বিধান পরিষদের জন্য কাফিল তাঁদের প্রার্থী হচ্ছেন। বস্তুত, এতদিন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন বক্তব্যে যোগী-মোদির বিরোধিতা করলেও কাফিল খান সক্রিয় রাজনীতিতে এই প্রথম সরাসরি অংশগ্রহণ করবেন।

[আরও পড়ুন: গুজরাটের স্কুলে এবার পড়ানো হবে ভগবত গীতা, বিজেপি সরকারের সিদ্ধান্তে সমর্থন আপ, কংগ্রেসের]

উল্লেখ্য, ২০১৭ সালে গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে কমপক্ষে ৬০ শিশুর মৃত্যু হয়। তাতে দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। সেই সময় পরিস্থিতি সামাল দিতে নিজের ক্লিনিক থেকে কাফিল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছিলেন বলে জানা যায়। কিন্তু পরবর্তী কালে গোটা ঘটনার জন্য তাঁকেই দায়ী করে রাজ্য সরকার। তাঁকে গ্রেপ্তারও করা হয়। তবে দু’বছর ধরে তদন্তের পর সমস্ত অভিযোগ থেকে রেহাই দেওয়া হয় কাফিলকে। কিন্তু তারপরও তাঁর সাসপেনশন ওঠেনি।

[আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই ফের বৈঠকে কংগ্রেসের বিক্ষুব্ধরা, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা]

এর মধ্যে যোগী সরকার কাফিলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও দায়ের করে। যার জেরে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে এই চিকিৎসককে। কিন্তু শেষপর্যন্ত সে অভিযোগও প্রমাণিত হয়নি। আপাতত জেল থেকে মুক্ত কাফিল। জেল থেকে বেরনোর পর একাধিকবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেছেন তিনি। একটা সময় তাঁর কংগ্রেস (Congress) যোগের জল্পনাও ছিল। যদিও শেষমেশ তিনি যোগ দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement