সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে এর আগে উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা৷ তা কতটা কানে নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তা তর্কের বিষয়৷ তবে এবার রাজ্য সরকারকে কাজের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে আক্রমণ শানালেন তাঁরই মন্ত্রিসভার সদস্য, ওম প্রকাশ রাজভর৷ দীর্ঘদিন ধরেই তাঁর বাড়ির সামনের রাস্তার অবস্থা বেহাল৷ সংশ্লিষ্ট দপ্তরে বারবার বলেও কোনও কাজ হয়নি৷ ফলে, কোমর বেঁধে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়লেন তিনি৷ সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে জানালেন, উত্তরপ্রদেশ প্রশাসনে একজন মন্ত্রীর অনুরোধেও কাজ হয় না৷ ফলে বোঝাই যাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ কী অবস্থায় রয়েছেন৷
[নির্মাণকর্মীদের ভূতের ভয় তাড়াতে শ্মশানেই রাত কাটাচ্ছেন বিধায়ক]
উত্তরপ্রদেশের অনগ্রসর শ্রেণি সম্প্রদায় উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওম প্রকাশ রাজভর৷ গত ২১ জুন হয়েছে তাঁর ছেলের বিয়ে৷ ২৪ জুন অর্থাৎ রবিবার রয়েছে রিসেপশন পার্টি৷ যা অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের ফতেপুরের কাতাউনা গ্রামে তাঁদের আদি বাড়িতে৷ যেখানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ভিভিআইপিরা৷ নাম রয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে রয়েছে মন্ত্রীর বাড়ি সংযোগকারী রাস্তা৷ মেরামতির জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী ওম প্রকাশ৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ ফলে যখন শিয়রে সমস্যা, তখন শনিবার রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন খোদ মন্ত্রী৷ অনুগামীদের নিয়ে তিনি শুরু করে দিলেন জোড়া তাপ্পি দিয়ে রাস্তা সারাইয়ের কাজ৷ উদ্দেশ্য ভিভিআইপি আমন্ত্রিতদের সামনে কোনও রকমে যাতে সম্মানটা রক্ষা হয়৷
[জমি নিয়ে বিবাদ, বৃদ্ধা মাকে ট্রাক্টরের সামনে ছুঁড়ে দিল ‘গুণধর’ ছেলে]
এরপরেই রাজ্য সরকারের প্রতি নিজের চাপা ক্ষোভ উগরে দেন মন্ত্রী ওম প্রকাশ রাজভরের ছেলে অরুণ রাজভর৷ সমালোচনা করে বলেন, একজন মন্ত্রীর সমস্যারই সমাধান করতে পারে না প্রশাসন৷ এর থেকেই বোঝা যায় তাহলে গোটা রাজ্যের মানুষ কোন অবস্থায় রয়েছেন৷ মন্ত্রী বলেন, আর কোনও উপায় না পেয়ে একপ্রকার বাধ্য হয়েই তাঁরা নিজেরা রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়েছেন৷ যাতে আমন্ত্রিতদের কোনও অসুবিধা না হয়৷ প্রসঙ্গত, কেবল এবার নয়, গত একবছরে একাধিক বারবার যোগী প্রশাসনের সমালোচনা করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ওম প্রকাশ রাজভর৷ এমনকী রাজ্যসভা ভোটেও তিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি প্রার্থীকে ভোট দিতে বেঁকে বসেছিলেন৷ পরে অমিত শাহের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছিল৷ কয়েকদিন আগেই তিনি সাক্ষাৎ করেছিলেন সমাজবাদী পার্টির নেতা শিবপাল সিং যাদবের সঙ্গে৷ যাতে প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর দলবদলের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.