Advertisement
Advertisement
UP

রাম মন্দিরের ভূমিপুজোর তোড়জোড়ের মধ্যেই করোনায় মৃত্যু যোগীর মন্ত্রীর

উত্তরপ্রদেশের টেকনিক্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী ছিলেন কমলা রানি বরুন।

UP minister Kamal Rani Varun dies of corona virus
Published by: Paramita Paul
  • Posted:August 2, 2020 11:36 am
  • Updated:August 2, 2020 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় মৃত্যু হল যোগী আদিত্যনাথের( Yogi Adityanath) মন্ত্রিসভার সদস্যের। রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রী কমলা রানি বরুনের মৃত্যু হয়। এই ঘটনায় উত্তরপ্রদেশে (Uttar Pradesh) শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, রাম মন্দিরের (Ram Temple) ভূমি পুজোর আগে এই ঘটনা ঘটায় আতঙ্কও ছড়িয়েছে। 

উত্তরপ্রদেশের টেকনিক্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী ছিলেন কমলা রানি বরুন (Kamla Rani Varun)। গত ১৮ জলাই তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ (Corona Positive) আসে। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন সকালে লখনউয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কমলাদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।  তিনি বলেন, “কমলাদেবীর মৃত্যুতে গভীর শোকাহত আমি। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কমলাদেবী শুধু মন্ত্রী ছিলেন না, তিনি জনপ্রিয় নেত্রী ও সমাজকর্মীও ছিলেন।”

[আরও পড়ুন : চরমে অব্যবস্থা!‌ হাসপাতালের মর্গে রাখা মৃতদেহর মুখ-কান খুবলে খেল ইঁদুর]

করোনা (Corona Virus) আবহে ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী -সহ প্রায় ৩০০ ভিআইপি অতিথি হাজির থাকবেন সেখানে। তা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। অথচ এই করোনা পরিস্থিতিতে এই আয়োজন নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এমন পরিস্থিতিতে রাজ্যের এক মন্ত্রীর মৃত্যুতে সেই বিরোধিতা আরও প্রবল হবে বলেই মনে করা হচ্ছে। 

[আরও পড়ুন :দেশে একদিনে সংক্রমিত প্রায় ৫৫ হাজার, মোট আক্রান্তের সংখ্যা সতেরো লক্ষ পার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement