Advertisement
Advertisement
Uttar Pradesh

সাইকেলে সওয়ার স্কুলছাত্রীর ওড়নায় টান, পড়ে মৃত্যু, পুলিশি এনকাউন্টারে গুলি অভিযুক্তদের!

যোগীরাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

UP: Men who pulled girl’s dupatta, causing her death, shot in leg | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 17, 2023 4:34 pm
  • Updated:September 17, 2023 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলছাত্রীর ওড়না টেনে তাকে সাইকেল থেকে ফেলে দেওয়া হল! যার জেরে মৃত্যু হয় ওই পড়ুয়ার। সেই ঘটনাতেই শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা। কিন্তু পুলিশের এনকাউন্টারে পায়ে গুলি লাগে দুই অভিযুক্তর।

ঘটনা উত্তরপ্রদেশের আম্বেদকরনগরের। সেখানকার এসপি অজিত সিনহা জানান, দুই অভিযুক্ত শাহবাজ এবং ফৈজল মেডিক্যাল পরীক্ষার সময় পালানোর চেষ্টা করে। কিন্তু এনকাউন্টারে তাদের পায়ে গুলি লাগে। তৃতীয় অভিযুক্ত একজন নাবালক। সেও পালানোর চেষ্টা করে। কিন্তু সেই সময়ই তার পায়ে চোট লাগে। তবে এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগে হাঁসওয়ার এসএইচও-কে সাসপেন্ড করা হয়।

Advertisement

[আরও পড়ুন: কলকাতার সংস্থার নামে বাজার থেকে লক্ষ-লক্ষ টাকা তুলে নয়ছয়! বিপুল নগদ-সহ গ্রেপ্তার যুবক]

গত শুক্রবার ঠিক কী ঘটেছিল? এক স্কুল পড়ুয়া সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় বাইকে সওয়ার কয়েকজন যুবক তাকে হেনস্তা করে। তার ওড়নার টান মারে। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে পড়ে যায় ওই পড়ুয়া। এরপরই তাঁর উপর দিয়ে বাইক চালিয়ে দেয় এক অভিযুক্ত। পরিস্থিতি হাতের বাইরে বুঝে সেখান থেকে চম্পট দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে এরপর ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আনার সময়ই তাঁর মৃত্যু হয়েছিল।

গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনায় মৃতার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এমন ঘটনায় যোগীরাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

[আরও পড়ুন: ‘ঘরের ছেলে’ মোদির জন্মদিনে বিনামূল্যে অটো পরিষেবা সুরাতে! অভিনব উদযাপন চালকদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement