Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

চুরির অভিযোগে ম্যানেজারকে বেঁধে লোহার রড দিয়ে মার, হাসপাতালে দেহ ফেলে এল মালিক!

ফের যোগীরাজ্যে অনাচার।

UP Manager Assaulted Over Theft Suspicion and Body Dumped At Hospital | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 13, 2023 1:51 pm
  • Updated:April 13, 2023 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির অভিযোগ উঠেছিল একটি বেসরকারি পরিবহণ সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগ, মালিকের নির্দেশে ওই যুবকের উপরে অমানুষিক নির্যাতন চালায় সংস্থারই পাঁচ কর্মী। একটি লোহার খুটিতে দড়ি দিয়ে বাঁধা হয় যুবককে। এরপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। তুমুল অত্যাচারে মৃত্যু হয় যুবকের। পরে হত্যাকারীরা দেহ স্থানীয় হাসপাতাল ফেলে আসে বলেও অভিযোগ। যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরের। নিহতের নাম শুভম জোহরি (৩২)। তিনি বিক্রম সুরি নামের এক ব্যক্তির বেসরকারি পরিবহণ সংস্থায় গত সাত বছর হল ম্যানেজারের কাজ করছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তাঁর দেহ পরিত্যক্ত অবস্থায় মেলে। শুভমের পরিবারের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। এক পুলিশ আধিকারিক দেহ ক্ষতিয়ে দেখে জানান, শরীরে বিদ্যুতের আঘাতের পাশাপাশি অন্য একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বিদেশি অনুদানে গরমিলের অভিযোগ, ফের BBC’র বিরুদ্ধে তদন্ত কেন্দ্রের, এবার আসরে ED]

জানা গিয়েছে, সম্প্রতি মালিক বিক্রমের একটি গুরুত্বপূর্ণ প্যাকেট চুরি যায়। চোর সাব্যস্ত করা হয় ম্যানেজার শুভমকে। এর পর মালিকের নির্দেশে পৈশাচিক অত্যাচার চালানো হয়ে শুভমের উপরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) সেখানে দেখা গিয়েছে, একটি লোহার খুটিতে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হচ্ছে যুবককে। ক্রমশ নেতিয়ে পড়ছেন তিনি। যদিও তাতেও থামেনি নির্যাতনের বহর। পরে তাঁর উপর বিদ্যুতের শক দিয়ে অত্যাচার চালানোতে মৃত্যু ঘটেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: জাল ওষুধ তৈরির অভিযোগ, ১৮ ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করল কেন্দ্র]

শুভমের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে সংস্থার মালিক-সহ সাত অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement