Advertisement
Advertisement

Breaking News

Murder

মেয়ে কি অন্যের ঔরসে? নিজের সঙ্গে চেহারায় সাদৃশ্য না পেয়ে স্ত্রী ও শিশুকন্যাকে খুন যুবকের

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

UP Man Kills Wife and Daughter on Suspicion of Infidelity | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 16, 2022 7:58 pm
  • Updated:October 16, 2022 9:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের শারীরিক সম্পর্ক রয়েছে, তাঁরই ঔরসে জন্মেছে কন্যাসন্তান। এই সন্দেহে স্ত্রী এবং ১ বছর বয়সি সন্তানকে খুন করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মেয়েকে তাঁর মতো দেখতে নয়, এই কারণেই স্ত্রীর উপর সন্দেহ হয়েছিল অভিযুক্ত ওই ব্যক্তির। তা থেকেই খুনের সিদ্ধান্ত। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত। একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা।

ঘটনাটি আগরার (Agra) খাণ্ডওয়ালি এলাকার। অভিযুক্তের নাম মনমোহন সিং। তিনি হত্যা করছেন ২৫ বছর বয়সি স্ত্রী মমতা ও বছর খানেকের কন্যাসন্তানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ অক্টোবর সন্দেহের বশে স্ত্রী ও মেয়েকে খুন করেন তিনি। শিশুটিকে দেখতে তাঁর মতো নয়, এতেই মনমোহনের সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই অন্য কারও ঔরসজাত সন্তানটি। নিশ্চয়ই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রীর। কেবলমাত্র এই সন্দেহ থেকে জোড়া খুন করেন মনমোহন।

Advertisement

[আরও পড়ুন: আতঙ্কের নাম পিটবুল! গাজিয়াবাদে এই প্রজাতির কুকুর পোষায় জারি হল নিষেধাজ্ঞা]

স্থানীয় এসপি সত্যজিৎ গুপ্তা জানিয়েছেন, পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত। জানিয়েছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত তাঁর। এক বছর আগে দম্পতির একটি কন্যাসন্তান হয়। শিশুটির সঙ্গে তাঁর চেহারার মিল নেই। এই কারণেই স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করেছেন তিনি।

[আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ অমিত শাহর]

অন্যদিকে গাজিয়াবাদে (Ghaziabad) একটি ঘটনায় স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মাসুরি শহরতলির। অভিযুক্ত শাদাব, পাঁচ বছর বয়সি কন্যাসন্তানকে বিছানার চাদর আনতে বলেন শাদাব। বাবার নির্দেশ না মেনে শিশুটি খেলতে থাকে। এতে স্ত্রীর উপর সমস্ত রাগ গিয়ে পড়ে শাদাবের। স্ত্রীকে সপাটে চড় মারে সে। স্ত্রী এর প্রতিবাদ করলে তাঁকে ছুরি দিয়ে কোপায় শাদাব। আশঙ্কাজনক তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement