সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধে বলে বাস্তব কখনও কখনও কল্পনাকেও হার মানায়। ১৯৯৯ সালের ‘হাম দিল দে চুকে সনম’ ছবিটির জনপ্রিয়তা এখনও অটুট। সেই ছবিতে সলমনের প্রেমিকা ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল অজয় দেবগনের। শেষপর্যন্ত অজয় স্ত্রীকে ফিরিয়ে দেন প্রেমিকের কাছে। এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঘটল অবিকল সেই ঘটনাই। স্ত্রীর বিবাহ-পূর্ব প্রেমের কথা জানতে পেরে তাঁদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এক ব্যক্তি।
ঠিক কী হয়েছিল? বিহারের গোপালগঞ্জের বাসিন্দা আকাশ শাহর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক তরুণীর। কিন্তু তাঁর বিয়ে হয়ে যায় উত্তরপ্রদেশের এক তরুণের সঙ্গে। কিন্তু বিয়ের পরও প্রেমিকাকে ভুলতে পারেননি আকাশ। এরপরই মরিয়া হয়ে তিনি হাজির হন উত্তরপ্রদেশে। প্রেমিকার গ্রামে পৌঁছনোর পর স্থানীয় জনতা খবর পেয়ে যায়। জানাজানি হতেই তাঁকে মারধর করতে থাকে গ্রামবাসী।
এরপরই সেই দৃশ্যে উপস্থিত হন আকাশের প্রেমিকার স্বামী। তিনি সবটা জানতে পেরে জানিয়ে দেন, এই প্রেমে তিনি বাধা হবেন না। স্ত্রীকে তুলে দেবেন প্রেমিকের হাতে। স্বাভাবিক ভাবেই এমন কথা শুনে থ হয়ে যান গ্রামের সকলেই। এরপর দুই পরিবারের সম্মতি নিয়ে স্ত্রী ও তাঁর প্রেমিক আকাশকে মন্দিরে নিয়ে যান তিনি। সেখানে চার হাত এক হয় তাঁদের। এরপর দুজনকে সেই মোটর সাইকেলে রওনা করিয়ে দেন বিহার, যে মোটর সাইকেলে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে উত্তরপ্রদেশে ফিরেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.