ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি হাতাতে নির্মম হত্যাকাণ্ড যোগীরাজ্যে। ধারাল অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। হত্যার পর দেহ টুকরো করে সুটকেসে ভরে নির্জন জায়গায় ফেলে আসেন যুবক। এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুরলিধর গুপ্ত (৬২)। তাঁকে খুনে অভিযুক্ত বড় ছেলে সন্তোষকুমার গুপ্ত ওরফে প্রিন্স। ছোট ছেলের নামে প্রশান্ত। শনিবার রাতে এই ঘটনাটি তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে ঘটেছে। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সি প্রিন্স বাবার সমস্ত সম্পত্তি হাতানোর মতলব করেছিলেন। এই নিয়ে ঝামেলা চলছিল পরিবারে। অভিযোগ, শনিবার রাতে বাড়িতে মুরলিধর একা ছিলেন। সেই সময় বচসা চলাকালীন ধারাল অস্ত্র দিয়ে বাবাকে গলা কেটে খুন করেন প্রিন্স। এর পর দেহ টুকরো করে সুটকেসে ভরে এলাকার নির্জন রাস্তার ধারে ফেলে দেন।
রবিবার অভিযুক্তের ভাই প্রশান্ত গুপ্ত থানায় প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে মুরলিধরের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। প্রশান্ত পুলিশকে জানিয়েছে, রাতে প্রিন্স স্কুটার নিয়ে বেরোনোয় সন্দেহ হয়। এর পর খেয়াল করেন রক্তে ভেসে যাচ্ছে বাবার ঘর। পুলিশি জেরায় বাবাকে হত্যার কথা স্বীকার করেছে প্রিন্স। তাঁর বিরুদ্ধ হত্যা-সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.