সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যের ‘প্রান্তিক রক্ষক দলে’র দুই জওয়ানের বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম যুবককে মারধরের অভিযোগ উঠল। যুবক জওয়ানদের কাছে জল চেয়েছিলেন। তখনই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। ঘটনার জেরে দুই জওয়ানকে বরখাস্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)।
নিগৃহীত বছর ২৬-এর যুবকের নাম শচীন সিং। ২০১৬ সালে মুম্বইয়ে একটি রেল দুর্ঘটনায় দুই পা হারান তিনি। বর্তমানে প্রতিবন্ধীদের তিন চাকার সাইকেল চলা ফেরা করেন। মোবাইলের সিমকার্ড এবং খাবার ডেলিভারির কাজ করেন। শচীন জানিয়েছেন, শনিবার রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় একটি কচ্ছপ দেখতে পান তিনি। সেটিকে তুলে দুগ্ধেশ্বরনাথ মন্দিরের কাছে একটি পুকুরে ছেড়ে দেন। “সেখান থেকে ফেরার পথে দেখি, রাস্তায় দু’জন পিআরডি জওয়ান দাঁড়িয়ে। তাঁদের কাছে জল চেয়েছিলাম, যেহেতু পুকুরে কচ্ছপ ছাড়ায় হাল ময়লা হয়ে গিয়েছিল।”
In UP’s Deoria, a purported video of a specially-abled man on a tricycle being assaulted by two men identified as Prantiya Rakshak Dal (PRD) jawans has surfaced on social media. pic.twitter.com/grJgsp195G
— Piyush Rai (@Benarasiyaa) July 30, 2023
শচীন অভিযোগ করেন, “ওঁরা রেগে যান। আমাকে জেলে ঢোকানোর হুমকি দেন। মারধর শুরু করেন। এমনকী আমার ট্রাইসাইকেলের চাবি ছিনিয়ে নেন।” দূর থেকে কেউ বা কারা এই ঘটনার ভিডিও রেকর্ড করেন (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। যা ভাইরাল হয় সংবাদমাধ্যমে। নিন্দার ঝড় ওঠে উত্তরপ্রদেশে। ভিডিও প্রকাশ্যে আসতেই সক্রিয় হয় উত্তরপ্রদেশ পুলিশ। চিহ্নিত করা হয় অভিযুক্ত রাজেন্দ্র মানি এবং অভিষেক সিংকে। বরখাস্ত করা হয়েছে তাঁদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.