সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব’, প্রকাশ্যে এমনই হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক হিন্দু মহন্ত। সেই ঘটনার ১১ দিন পর অবশেষে গ্রেপ্তার করা হল সেই বজরং মুনি দাসকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের মহন্তর একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, বজরং মুনি দাস (Bajrang Muni Das) নামের ওই হিন্দু মহন্ত প্রকাশ্যেই মুসলিম মহিলাদের ধর্ষণ করার হুমকি দিচ্ছেন। উত্তরপ্রদেশের খাইরাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষণ দাস উদাসীন আশ্রমের ওই মহন্ত এক শোভাযাত্রা চলাকালীন বলেন, “যদি মুসলিমরা কোনও হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি নিজে মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব।” মহন্তর সেই নিদান শুনে সমস্বরে ‘জয় শ্রীরাম’ (Jai Sree Ram) ধ্বনি দিয়ে ওঠে সমবেত জনতা। দেওয়া হয় হাততালিও। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
TRIGGER WARNING!
A Mahant in front of a Masjid in the presence of Police personals warns that He would K!dnap Muslim Women and ₹@pe them in Open.According to the locals near Sheshe wali Masjid, Khairabad, Sitapur. This happened on 2nd Apr 2022, 2 PM. @sitapurpolice @Uppolice pic.twitter.com/wkBNLnqUW0
— Mohammed Zubair (@zoo_bear) April 7, 2022
জানা যায় ঘটনাটি আসলে ২ এপ্রিলের। নবরাত্রি (Navaratri) উপলক্ষে এক শোভাযাত্রায় কথাগুলি বলেছিলেন বজরং মুনি দাস। ভিডিওটি ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। ড্যামেজ কন্ট্রোল করতে পরে অবশ্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি।” কিন্তু তাতেও সমালোচনা থেকে পার পাননি তিনি।
তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘটনা সামনে আসার ১১ দিন পর তাঁকে সীতাপুর থেকে গ্রেপ্তার করা হল। হিংসা ছড়ানো এবং কুমন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.