Advertisement
Advertisement

Breaking News

শিক্ষিকা

২৫ স্কুলে চাকরি করে বেতন পেতেন কোটি টাকা, হাজতে উত্তরপ্রদেশের সেই শিক্ষিকা

১ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন বলে দাবি তাঁর।

UP govt teacher earns 1 cr by working in 25 schools, gets arrested
Published by: Paramita Paul
  • Posted:June 7, 2020 6:06 pm
  • Updated:June 7, 2020 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ২৫ স্কুলে শিক্ষকতার চাকরি করে মাসে ১ কোটি টাকা বেতন পেতেন উত্তরপ্রদেশের শিক্ষিকা।এবার  জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ওই শিক্ষিকার নাম অনামিকা শুক্লা। শনিবার তিনি ইস্তফাপত্র জমা দিতে আধিকারিক অঞ্জলি আগরওয়ালের অফিসে যান। সেই সময়ই তাকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষিকার দাবি, সে এক লক্ষ টাকা দিয়ে এই চাকরি পেয়েছেন। যদিও এ বিষয়ে মুখ খুলতে চায়নি উত্তরপ্রদেশ প্রশাসন। তাদের কথায়, তদন্ত চলছে।

উত্তরপ্রদেশের রায়বেরিলির কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা অভিযুক্ত মহিলা। একইসঙ্গে আম্বেদকর নগর, বাঘপত, আলিগড়, সাহারানপুর ও প্রয়াগরাজের মোট ২৫টি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। উত্তরপ্রদেশে শিক্ষক-শিক্ষিকাদের তথ্যের ডিজিটাল ডেটাবেস তৈরি করা হচ্ছে। সেই কাজ করতে গিয়েই এই বিষয়টি সামনে আসে। দেখা যায়, ২৫টি স্কুলে একজন মহিলা শিক্ষকতা করছেন। একই তথ্য ২৫টি স্কুলের নিজস্ব ডেটাবেসে তোলা রয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে হাজিরা দিতে হয়। স্কুলে পৌঁছে তবেই এই হাজিরা দেওয়া যায়। তারপরেও কীভাবে টানা কয়েক বছর এই জালিয়তি চলল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৩ মাস বিভিন্ন স্কুল থেকে মোট এক কোটি টাকা বেতন তুলেছেন ওই শিক্ষিকা। মার্চ মাসে ঘটনাটি সামনে আসতেই বেতন আটকে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন : লকডাউনে হস্টেলে আটকে, ওয়ার্ডেনের যৌন নির্যাতনের শিকার ন’বছরের কিশোর]

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের স্কুলশিক্ষা দপ্তরের ডিজি বিজয় কিরণ আনন্দ, কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাও তদন্ত করে দেখা হবে। তবে লকডাউন চলায় তদন্তের গতিতে কিছুটা ভাঁটা পড়েছে বলেও স্বীকার কর নিয়েছেন তিনি। তবে এই ঘটনার পিছনে বড়সড চক্র জড়িয়ে আছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষিকার গ্রেপ্তারির পর চাঞ্চল্যকর দাবির পর তাঁদের আশঙ্কা, তদন্ত নেমে কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে।

[আরও পড়ুন : আত্মীয়ের সঙ্গে প্রেম, রাজস্থানে প্রেমী যুগলকে পিটিয়ে মারল পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement