Advertisement
Advertisement
UP farmer

সংসদ ঘেরাও করতে ফের দিল্লির পথে, অনড় কৃষকদের ঠেকাতে ‘রণসাজ’ প্রশাসনের

৫ দফা দাবিতে ফের রাজপথে দেশের কৃষকরা।

UP farmers' march from Noida to Delhi today

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:December 2, 2024 10:58 am
  • Updated:December 2, 2024 10:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ দফা দাবিতে ফের রাজপথে দেশের কৃষকরা। শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে পথে নামল দেশের একাধিক কৃষক সংগঠন। কৃষকদের এই দিল্লি অভিযান আটকাতে নয়ডাতে রণসাজে প্রস্তুত পুলিশ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ থেকে দিল্লি ঢোকার একাধিক রাস্তা। ঘুরপথে পাশ করা হচ্ছে গাড়ি।

কৃষকদের তরফে জানা যাচ্ছে, ভারতীয় কিষান পরিষদের (BKP) নেতা সুখবীর খলিফার নেতৃত্বে প্রথম মিছিলটি বের হবে দুপুর ১২টায়। নয়ডার মহামায়া উড়ালপুলের নিচ থেকে। ট্রাক্টর ও ট্রলি নিয়ে পথে নামবেন আন্দোলনকারী কৃষকরা। এর পর আরও নানা জায়গা থেকে এই মিছিলে যোগ দেবে কিষান মজদুর মোর্চা, সংযুক্ত কিষান মোর্চা-সহ আরও নানা সংগঠন। ৫ দফা দাবিতে উত্তরপ্রদেশের নয়ডা থেকে যাত্রা শুরু করে মিছিল পৌঁছবে দিল্লিতে সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে।

Advertisement

কৃষকদের তরফে যে ৫ দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, পুরনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০ শতাংশ প্লট এবং ৬৪.৭ শতাংশ বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে। ১ জানুয়ারি, ২০১৪ সালের পর অধিগ্রহণ করা জমির জন্য বাজারমূল্যের চার গুণ ক্ষতিপূরণ এবং ২০ শতাংশ প্লট দিতে হবে। এর পাশাপাশি সকল ভূমিহীন ও ভূমিহীন কৃষকের সন্তানদেরও কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা দিতে হবে। এই বিষয়ে অবিলম্বে সরকারি নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছেন কৃষক নেতারা।

এদিকে কৃষক আন্দোলন রুখতে কোমর বেধে মাঠে নেমেছে প্রশাসন। যমুনা এক্সপ্রেসওয়ে, নয়ডা ও গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, সুরজপুর মার্গ থেকে দিল্লির দিকে ভারী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্দোলনকে মাথায় রেখে ছুটি দেওয়া হয়েছে সব স্কুল। যেখানে অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে সেখানে অনলাইনে পঠন-পাঠনের ব্যবস্থা জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরাট সংখ্যায় পুলিশ ও মোতায়েন করা হয়েছে রাস্তায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement