Advertisement
Advertisement

ভাইকে গুলির ঘটনায় সরাসরি বিজেপি সাংসদের দিকে আঙুল কাফিল খানের

ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় তোপ পুলিশকে৷

UP Doctor Kafeel Khan accuses Two BJP MPs for hiring shooter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2018 5:02 pm
  • Updated:June 17, 2018 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুললেন উত্তরপ্রদেশের বিতর্কিত চিকিৎসক কাফিল খান৷ কিছুদিন আগেই গুলিবিদ্ধ হয়েছিলেন তাঁর ভাই৷ এবার সে ঘটনায় দুই বিজেপি সাংসদই জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করলেন তিনি৷

[  দিল্লির সমস্যা মেটাতে দরবার মমতার, সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ]

Advertisement

কাফিলের দাবি, কমলেশ পাসওয়ান ও সতীয় নাঙ্গালিয়া নামে দুই বিজেপি সাংসদই তাঁর ভাইকে হত্যার জন্য শুটার ভাড়া করেছিলেন৷ এর পিছনে সম্পত্তি নিয়ে বিবাদ আছে বলেই জানিয়েছেন তিনি৷ কাফিল স্পষ্ট করে বলেন, তাঁর কাকার খানিকটা জমির উপর নজর ছিল ওই দুই সাংসদের৷ গত ফেব্রুয়ারিতেই দুই নেতা সে জমি দখল নেয় বলে দাবি করেন কাফিল৷ সেই বিবাদের জেরেই তাঁর ভাই এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ পুরো ঘটনায় দুই বিজেপি সাসংদ যে দোষী তা নিয়ে কোনও ধোঁয়াশা রাখেননি তিনি৷ তবে তাঁর অভিযোগ, দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে৷ তবে গ্রেপ্তারিতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে আদালতের কাছে৷ তাঁর তোপ, উত্তরপ্রদেশ পুলিশ যে কারও নির্দেশের কাজ করছে এরপর তা আর চোখে আঙুল দিয়ে বলার মতো বিষয় নয়৷ ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরার আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ তাঁর বক্তব্য, এতেই পুলিশের উদ্দেশ্য স্পষ্ট৷

এর আগে ইদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি৷ আক্ষেপ করে বলেছিলেন, গতবার জেলে কেটেছে৷ নমাজ পর্যন্ত পড়তে পারেননি৷ এবার একসঙ্গে ইদ উদযাপন করার পরিকল্পনা ছিল৷ বাড়ির সকলে একসঙ্গে ছিলেনও৷ কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যে বাড়ির ছোটরা পর্যন্ত ইদ উদযাপনে নারাজ৷ তাঁর প্রার্থনা ছিল, সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক দেশে৷ ইদের মতো দেশবাসীর সঙ্গে জন্মাষ্টমী বা দিওয়ালিও পালনেরও ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement