Advertisement
Advertisement

অভিযুক্ত অধরা, রাগ মেটাতে বৃদ্ধাকেই খুন পুলিশের!

সাসপেন্ড অভিযুক্ত৬ পুলিশকর্মী৷

UP cop thrashes woman to death with Rifle butt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2017 12:17 pm
  • Updated:September 16, 2017 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণের দাবিতে বধূহত্যায় মামলায় এক অভিযুক্ত দীর্ঘদিন ধরেই ফেরার৷ অতর্কিতে বাড়িতে হানা দিয়েও অভিযুক্তের নাগাল পাওয়া যায়নি৷ সেই হতাশায় বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করছিলেন পুলিশকর্মীরা৷ প্রতিবাদ করেছিলেন অভিযুক্তের ঠাকুমা৷ অভিযোগ, পুলিশের রাইফেলের বাঁটের আঘাতে বেঘোরে প্রাণ যায় ওই বৃদ্ধার৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে৷ অভিযুক্ত ছয় পুলিশকর্মীকেই সাসপেন্ড করা হয়েছে৷

[কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা, খতম ২ জঙ্গি]

Advertisement

বরেলির বাসিন্দা সুরজ নামে এক যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর শ্বশুড়বাড়ির লোকেরা৷ তাঁদের অভিযোগ, পণের দাবিতে নিজের স্ত্রীকে খুন করেছে সুরজ৷ এরপর থেকেই গা ঢাকা দেয় ওই যুবক৷ তাকে ধরতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা পুলিশের৷ ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘সম্প্রতি সুরজের সন্ধানে তাঁর বরেলির বাড়িতে হানা দিয়েছিল পুলিশ৷ সুরজের ঠাকুমা তদন্তকারীদের জানিয়েছিলেন, সে বাড়িতে নেই৷ ওই বৃদ্ধার বুকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেন পুলিশকর্মীরা৷ কিছুক্ষণের মধ্যেই মারা যান ওই প্রৌঢ়া৷’ পরিস্থিতি বেগতিক বুঝে প্রথম পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত ছয় পুলিশকর্মী৷ গ্রামবাসীরা তাঁদের ঘিরে ফেলেন৷ শুরু হয় গণপিটুনি৷ পরে অন্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মারমুখী জনতার হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করেন৷ পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ছয় পুলিশকর্মীকেই সাসপেন্ড করা হয়েছে৷ খুনের মামলা রুজু করে  শুরু হয়েছে তদন্ত৷ নিহত বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

[রাম রহিমের বিরুদ্ধে দু’টি খুনের মামলার শুনানি, পঞ্চকুলা কার্যত দুর্গ]

পুলিশকর্মীদের রাইফেলের বাঁটের আঘাতে এক নিরাপরাধ বৃদ্ধার মৃত্যুর ঘটনার সত্যতা কার্যত মেনে নিয়েছেন বরেলি পদস্থ পুলিশকর্তা যোগিন্দর কুমার৷ তিনি বলেন, ‘গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ছয় পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে জেলাশাসককেও চিঠি দিয়েছি৷’ তদন্তের নামে নিরীহকে খুনের অভিযোগ বরেলিতে শোরগোল পড়েছে। তবে অভিযুক্ত সুরজের টিকি খুঁজে পাননি তদন্তকারীরা।

[জানেন, কেন তিন বছরের সন্তানকে ত্যাগ করছেন এই কোটিপতি দম্পতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement