Advertisement
Advertisement
উত্তরপ্রদেশে মানবিকতার নজির

উত্তেজিত জনতার হাত থেকে পুলিশকর্মীকে বাঁচিয়ে ‘হিরো’ মুসলিম প্রৌঢ়

রক্ষাকর্তা হাজি কাদিরকেই ভগবান মানছেন আক্রান্ত অজয় কুমার।

UP cop thanks local, Hajji Qadir, who rescued him mob

অজয় কুমারের সঙ্গে হাজি কাদির

Published by: Soumya Mukherjee
  • Posted:December 27, 2019 2:40 pm
  • Updated:December 27, 2019 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ডিউটি করছিলেন এক পুলিশকর্মী। আচমকা বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে তাণ্ডব শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন জ্বালানোর পাশাপাশি পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। অবস্থা সামাল দিতে গিয়ে ভিড়ের মধ্যে আটকে পড়েন ওই পুলিশকর্মী। আর তাঁকে রাস্তায় ফেলে মারতে থাকে একদল লোক। এমন সময় দেবদূতের মতো ঘটনাস্থলে হাজির হন এক মুসলিম প্রৌঢ়। তারপর উত্তেজিত জনতাকে থামিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। গত সপ্তাহে মানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে।

এপ্রসঙ্গে আক্রান্ত ওই পুলিশকর্মী অজয় কুমার বলেন, ‘বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছিলাম। আচমকা কয়েকজন মিলে আমাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর আরম্ভ করে। আমি সাহায্যের জন্য চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। জীবনের আশা যখন ছেড়ে দিয়েছে তখন ভগবানের মতো এসে হাজির হন হাজি কাদির। তারপর আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে জল খাওয়ান। আমার জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল বলে নতুন
জামাকাপড় দেন। পরে স্থানীয় পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে আসেন। আমার মাথা ও আঙুলে জোর আঘাত লাগলেও ওনার জন্য প্রাণে বেঁচে গিয়েছে। এইরকম মানুষ কমই পাওয়া যায়।’

Advertisement

[আরও পড়ুন: উসকানিমূলক পোস্ট করে উত্তরপ্রদেশে গ্রেপ্তার ১২৪ জন, নজরে আরও ২০ হাজার প্রোফাইল]

 

যদিও ওই পুলিশকর্মীর প্রাণ বাঁচানোর ঘটনাকে নিজের কর্তব্য বলেই উল্লেখ করেছেন হাজি কাদির। তাঁর কথায়, ‘আমি নমাজ পড়ছিলাম। আচমকা শুনতে পাই বাইরে কিছু লোক একজন পুলিশকর্মীকে বেধড়ক মারধর করছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে রক্ষা করি। ওই পুলিশকর্মীকে আমি চিনতাম না। যা করেছি মানবিকতার খাতিরেই করেছি। এটা এমন কী বড় কাজ?’

সংশোধিত নাগরিকত্ব আইন(CAA)-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখতে গিয়ে যেখানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। সেই উত্তরপ্রদেশে এই ঘটনা এক নতুন নজির তৈরি করেছে বলেও অনেকের অভিমত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement