সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র তথা বিজেপি প্রার্থী করণ ভূষণ শরণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোণ্ডায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গাড়ির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোণ্ডার কলোনেলগঞ্জ-হুজোরপুর রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল করণের (Karan Bhushan Sharan Singh) কনভয়। পথে বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের সামনে একাধিক জনকে চাপা দেয় কনভয়েরই একটি গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন এক মহিলা। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় দুর্ঘটনাস্থলে। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। আহতকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহত ওই মহিলার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কনভয়ের অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হয়নি পুলিশের তরফে। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময়ে ওই কনভয়ের একটি গাড়িতে উপস্থিত ছিলেন খোদ করণ সিং।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং। গত বছর তাঁর বিরুদ্ধে একাধিক কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। যদিও উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁর প্রভাবকে গুরুত্ব দিয়ে এবার কাইজারগঞ্জ কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে তাঁর পুত্র করণ ভূষণ সিংকে। এহেন বিজেপি প্রার্থীর কনভয়ের ধাক্কায় ২ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.