Advertisement
Advertisement

Breaking News

gangraped

যোগীরাজ্যে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর স্কুলের ছাদ থেকে ধাক্কা! কাঠগড়ায় প্রিন্সিপাল-সহ ২

ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ছাত্রীর।

UP Class 10 student dies after gangraped and pushed off school terrace | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:May 28, 2023 1:38 pm
  • Updated:May 28, 2023 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ১৫ বছর, দশম শ্রেণির ছাত্রী। গতকাল স্কুলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। এই ঘটনায় স্কুলের ম্যানেজার এবং খেলার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গণধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই অভিযুক্তরা কিশোরীকে স্কুলের ছাদ ফেলে দেয়, অভিযোগ করেছে ছাত্রীর পরিবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি চলাকালীন ছাত্রীকে ডেকে পাঠান প্রিন্সিপাল। সেই মতো শনিবার কিশোরী স্কুলে গিয়েছিল। ছাত্রীর পরিবার জানিয়েছে, গতকাল সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ স্কুলের তরফে তাদের ফোন করে জানানো হয় যে দোলনা থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছে ছাত্রী। বাবা স্কুলে পৌঁছানোর আগেই আহত কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মৃত্যু হয় তার। প্রশ্ন উঠছে, গ্রীষ্মকালীন ছুটির মধ্যে কেন ছাত্রীকে ডেকে পাঠালেন প্রিন্সপাল?

Advertisement

[আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী’, বিরোধী সুর উড়িয়ে নতুন ভবনে স্বমেজাজে মোদি]

ছাত্রীর বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, মৃত্যুর আগে মেয়ে জানিয়েছে, প্রিন্সিপালের ষড়যন্ত্রে খেলার শিক্ষক ও ম্যানেজার তাঁকে ধর্ষণ করেছে। প্রমাণ লোপাটের জন্য স্কুলেরই ছাদ থেকে ফেলে দেওয়া হয় তাকে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মানসিক আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে কিশোরীর। এদিকে তরুণীর বাবা দাবি করেছেন, মেয়ের গোটা শরীরে আঘাতের চিহ্ন ছিল। যা দোলনা থেকে পড়ে গেলে কখনই সম্ভব নয়।

[আরও পড়ুন: ১০১ তম ‘মন কি বাতে’ সাভারকর প্রশস্তি মোদির, জোর ‘যুব সঙ্গমে’]

ঘটনার তদন্তে নেমে স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে অযোধ্যা পুলিশ। ইতিমধ্যে মৃত কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল, খেলার শিক্ষক ও ম্যানেজারের বিরুদ্ধে পকসো আইনে গণধর্ষণের মামলা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement