Advertisement
Advertisement

এবার বিষমদ রুখতে ফাঁসির দাওয়াই যোগীর রাজ্যে 

কড়া আইন আনছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

UP cabinet approves death penalty for hooch death convicts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2017 4:17 am
  • Updated:September 12, 2023 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোলাই মদপানের ফলে কারও মৃত্যু হলে এবার থেকে সংশ্লিষ্ট সরবরাহকারীর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিষমদ পানের জেরে মৃত্যুর ঘটনা ঠেকাতে এই কড়া আইন আনছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

[রাজ্যে বিষমদের বলি ৮, অসুস্থ আরও ৬]

Advertisement

রাজ্য বিধানসভা সম্প্রতি এই প্রস্তাবে সায় দিয়েছে বলে রাজ্যের শাসকদলের এক প্রবীণ নেতা জানিয়েছেন। সম্প্রতি উত্তরপ্রদেশে চোলাই মদের রমরমা কারবারের ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়েছে। যোগী সরকার মদের ব্যবসায় রাশ টানতে চায়। সেই লক্ষ্যেই কড়া আইন আনার ভাবনা। রাজ্যের আবগারি মন্ত্রী জয়প্রতাপ সিং জানান, “এখন বিধানসভার অধিবেশন চলছে না। তাই অর্ডিন্যান্স জারির ভাবনা রয়েছে। বিধানসভার অধিবেশন শুরু হলেও এ বিষয়ে বিল পাস করা হবে।” রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির বিচারে চোলাই মদের কারবারের সঙ্গে যুক্তদের ফাঁসি পর্যন্ত হতে পারে।

বুধবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ডাকা এক বৈঠকে অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্তদের প্রয়োজনে মৃত্যুদণ্ড  বা যাবজ্জীবন কারদণ্ডের মতো কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দিল্লি ও গুজরাটে এই ধরনের আইন করা হয়েছে। এদিনই রাজ্যের ২৯ জন আইপিএস অফিসারকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ, বিষমদ কারবারীদের সঙ্গে সম্পর্ক রয়েছে পুলিশ ও নেতাদের একাংশের৷ ফলে অনেক ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার করে আইনের হাত থেকে পার পেয়ে যায় তারা৷

[জন্মদিনে ৬৮ পয়সার চেক উপহার পেলেন মোদি!]

উল্লেখ্য, ক্ষমতায় এসেই রাজ্যকে দুর্নীতিমুক্ত করার কথা ঘোষণা করেছিলেন যোগী৷ একই সঙ্গে মহিলাদের সুরক্ষা নিয়েও একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি৷ তবে উত্তরপ্রদেশে রমরমিয়ে চলা অবৈধ মদের ব্যবসা নিয়ে যোগীর সিদ্ধান্তকে সমর্থন করছেন অনেকেই৷ প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসেই আজমগড়ে বিষমদ কাণ্ডে মৃত্যু হয় ১৮ জনের৷ তবে উত্তরপ্রদেশে এমন ঘটনা বিরল নয়৷ ২০১৫-এ মালিহাবাদ এলাকায় বিষমদ খেয়েই প্রাণ হারান ২৮ জন৷ তাই এবার বিষমদের কারবার রুখতে উদ্যোগী যোগী প্রশাসন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement