Advertisement
Advertisement

Breaking News

বোনের সম্মান বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ ভাই

৫০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে হাসপাতালে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে সূরজ৷

UP boy fights off molesters, they set him on fire
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 7:13 pm
  • Updated:September 25, 2016 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনের সম্মান বাঁচাতে লড়ে গিয়েছিলেন দুষ্কৃতীদের সঙ্গে৷ কিন্তু নিজে রেহাই পেলেন না৷ যুবকের গায়েই আগুন লাগিয়ে দিল দুষ্কতীরা৷ ৫০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন উত্তরপ্রদেশের সফ্রি গ্রামের সূরজ কশ্যপ৷

হাসপাতালে পুলিশকে সূরজ জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বসে মদ্যপান করছিল চার যুবক৷ ঘরে বোন থাকায় তিনি প্রকাশ্যে তাদের মদ খেয়ে হই-হট্টগোল করতে বারণ করেন৷ কিন্তু তাতে ফল উল্টো হয়৷ দুষ্কৃতীরা ঘরের ভিতরে চলে আসে এবং তাঁর বোনের শ্লীলতাহানির চেষ্টা করে৷ এর প্রতিবাদ করেন সূরজ৷ চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরাও ছুটে আসেন৷ লোকজন চলে আসায় পালিয়ে যায় দুষ্কৃতীরা৷

Advertisement

কিন্তু, পরদিন সকালে সূরজ বাড়ি থেকেই বের হতেই তাঁকে ঘিরে ফেলে চার জন৷ মারধর করে তাঁর গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয়রা এসে আগুন নেভান৷ প্রায় সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement