Advertisement
Advertisement

Breaking News

UP Election 2022

UP Election 2022: ‘অব কি বার অখিলেশ ৩০০ পার’, সমাজবাদী পার্টির সমর্থনে নয়া স্লোগান মমতার

'উত্তরপ্রদেশে হারলে দেশ বিজেপি মুক্ত হবে', বার্তা মমতার।

UP assembly polls: Mamata Banerjee raises new slogan supporting Akhilesh Yadav
Published by: Paramita Paul
  • Posted:February 8, 2022 2:03 pm
  • Updated:February 8, 2022 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনে ‘অব কি বার দুশো’ পার স্লোগান তুলেছিল বিজেপি (BJP) নেতৃত্ব। এবার সেই সুর শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতার বার্তা, ”অব কি বার অখিলেশ তিনশো পার। অব কি বার অখিলেশজি কি সরকার।” ‘খেলা হবে’ স্লোগানও উঠল। তৃণমূল সুপ্রিমোর কথায়, “বিজেপির সঙ্গে খেলা হবে। জিতবে অখিলেশই।”

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন সপার অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন। সৌজন্যের সেই রীতি বজায় রেখেই উত্তরপ্রদেশ ভোটের (UP Election 2022) আগে অখিলেশের হয়ে প্রচারে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লখনউয়ের ভারচুয়াল সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি অখিলেশকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ক্লিনিকে লম্বা লাইন নয়, পাড়ার স্বাস্থ্যকেন্দ্র থেকেই বিশেষজ্ঞর পরামর্শ পাবেন কলকাতাবাসী]

তৃণমূল নেত্রীর কথায়, “ওরা (বিজেপি) বাংলায় ভোটপ্রচার করতে এসে বলেছিলেন, ইস বার ২০০ পার। কিন্তু ওরা পারেনি। এবার আমি বলছি, অব কি বার অখিলেশ তিনশো পার। অব কি বার অখিলেশজি কি সরকার। অব কি বার মা-বেটিওয়া কি সরকার। আমার বিশ্বাস, এখানে অখিলেশরাই জিতবে, বিজেপি হারবে। উত্তরপ্রদেশে বিজেপি হারলে দেশ বিজেপি মুক্ত হবে।” সে রাজ্যের বাসিন্দাদের কাছে মমতার আবেদন, “সবাই অখিলেশকে ভোট দিন। বাংলা যখন পেরেছে, উত্তরপ্রদেশও পারবে। ভোট ভাগাভাগি হবে না। বাংলাতেও বিজেপি ভোট ভাগাভাগির চেষ্টা করেছিল, পারেনি। আমার বিশ্বাস এখানেও পারবে না। সংখ্যালঘু ভাই-বোনেদের কাছে আবেদন আর কাউকে ভোট দেবেন না। সকলে মিলে অখিলেশজিকে ভোট দিন। আমরা সকলে আছি অখিলেশের সঙ্গে।”

উত্তরপ্রদেশে সপা সরকার জিতলে নতুন শিল্প হবে বলেও আশ্বাস দিয়েছেন মমতা। তাঁর কথায়, “অখিলেশ জিতলে বাংলা-উত্তরপ্রদেশ মিলে শিল্প হবে। উত্তরপ্রদেশ ভাল থাকলে গোটা দেশ ভাল থাকবে। সপা জিতলে নতুন ভোর আসবে উত্তরপ্রদেশে।” বিধানসভা ভোটে অখিলেশের জয়ের পর ফের উত্তরপ্রদেশে যাবেন বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে মথুরার প্যাঁড়া খাওয়ার আবদারও করে এলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের কাছে।

[আরও পড়ুন: মেয়ে হয়ে জন্মানোই কাল! পুরশুড়ায় বাবার মারে প্রাণ গেল একরত্তির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement