Advertisement
Advertisement

Breaking News

transgenders

মাথা নেড়া করে যুবকের গায়ে প্রস্রাব পাঁচ রূপান্তরকামীর, ভাইরাল অমানবিক ঘটনার ভিডিও

যুবককে জোর করে প্রস্রাব পান করানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

UP: 5 transgenders arrested for shaving man's head, urinating on him | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:July 30, 2023 8:56 pm
  • Updated:July 30, 2023 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ ফের সাক্ষী রইল এক অমানবিক ঘটনার। এক যুবকের মাথা নেড়া করে, তাঁর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল পাঁচ রূপান্তরকামীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাসগঞ্জ জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রফিকুল নামের ওই ব্যক্তি এই রূপান্তরকামীদের বাড়িতে কাজ করতেন। তিনি সেখানকার কাজ ছেড়ে অন্য এ রূপান্তরকামীর বাড়িতে কাজে যোগ দেন। যে বিষয়টি মেনে নিতে পারেননি অভিযুক্তরা। আর তারপরই এই ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের। রফিকুলের বাড়ি ফেরার পথে তাঁর উপর চড়াও হন পাঁচজন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে, পাঁচ অভিযুক্তর তিনজন মিলে রফিকুলের মাথা কামিয়ে দিচ্ছেন। এরপর অন্য একজন তাঁর উপর প্রস্রাব করেন।

Advertisement

[আরও পড়ুন: মদের দোকানে বচসার জেরে ক্রেতাকে পিটিয়ে ‘খুন’,ঢাকুরিয়ার ঘটনায় পথ অবরোধ স্থানীয়দের]

এখানেই শেষ নয়, রফিকুলকে জোর করে প্রস্রাব পান করানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁর থেকে ১০ হাজার টাকা চুরিও করেন পাঁচ রূপান্তরকামী। জানা গিয়েছে, গত ২৬ জুলাই এই অমানবিক ঘটনাটি ঘটে। পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান নির্যাতিত রফিকুল। তাঁর অভিযোগর ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ঠিক কী কারণে রফিকুলের সঙ্গে এহেন আচরণ করেছেন, তা জেরা করে জানার চেষ্টা চলছে। তবে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

[আরও পড়ুন: যারা ক্ষমতায়, তারা নীরব, ‘ইন্ডিয়া’ই জ্বালাবে মানবিকতার শিখা, মণিপুর নিয়ে টুইট মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement