Advertisement
Advertisement

Breaking News

যোগীর রাজ্যে শিশুদের মৃত্যুমিছিল অব্যাহত, ফের কাঠগড়ায় অক্সিজেনের অভাব

পরপর শিশুমৃত্যুর ঘটনায় প্রবল চাপে যোগী সরকার৷

UP: 49 new born babies dead in 30 days, probe ordered
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2017 9:23 am
  • Updated:September 29, 2019 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষপুরের পর এবার ফারুখাবাদ৷ অক্সিজেনের অভাবে হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় ফের শিরোনামে উত্তরপ্রদেশ৷ অভিযোগ, ফারুখাবাদের ‘রামমনোহর লোহিয়া হাসপাতাল’-এ অক্সিজেনের অভাবে গত এক মাসে মৃত্যু হয়েছে ৪৯ জন শিশুর৷

[ফের হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু, নির্দেশ তদন্তের]

Advertisement

পরিসংখ্যান মোতাবেক, ২১ জুলাই থেকে ২০ আগস্টের মধ্যে ওই হাসপাতালের ‘এসএনসিইউ’ বিভাগে মৃত্যু হয়েছে ৩০ জন শিশুর৷ এছাড়াও ওই সময়ের মধ্যেই মৃত্যু হয় ১৯ জন সদ্যোজাতর৷ অভিযোগ, পর্যাপ্ত পরিমাণের অক্সিজেনের অভাবেই প্রাণ হারাতে হয় ওই শিশুদের৷ এই ঘটনায় প্রবল শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে৷ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছেন স্বয়ং জেলাশাসক ৷ জানা গিয়েছে, মৃত শিশুদের বাবা-মার সঙ্গে দেখা করেছেন জেলাশাসক৷ চিকিৎসকদের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ এনেছেন অভিভাবকরা৷ তাঁদের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল শিশুদের৷ তা দেখেও তাদের অক্সিজেন দেওয়া হয়নি৷ শুধু তাই নয়, কোনও ওষুধও দেওয়া হয়নি অসুস্থ শিশুদের৷ ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে৷ হাসপাতালের কতৃপক্ষকে বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷

[গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’ চিকিৎসক কাফিল খান]

পুলিশ সূত্রে খবর, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর অভিভাবকরা৷ ফারুখাবাদের পুলিশ সুপার দয়ানন্দ মিশ্র জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে হাসপাতালের চিফ মেডিকেল অফিসার বা সিএমও-সহ একাধিক ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ তবে সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন হাসপাতালের সিএমও উমাকান্ত পান্ডে৷ তাঁর দাবি, ডাক্তারদের তরফে কোনও গাফিলতি হয়নি৷ তবে কীভাবে ওই শিশুদের মৃত্যু হল তা নিয়ে কোনও কথা বলেননি তিনি৷ যাই হোক না কেন পরপর শিশুমৃত্যুর ঘটনায় প্রবল চাপে যোগী সরকার৷ তাই এবার সময় থাকতেই কড়া পদক্ষেপ নিয়ে কিছুটা জমি শক্ত করতে চলেছে প্রশাসন বলেই মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement