Advertisement
Advertisement

Breaking News

Imran Khan

‘অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক’, ইমরানের গ্রেপ্তারিতে উদ্বিগ্ন ফারুক আবদুল্লা

ইমরান খানের গ্রেপ্তারিতে উত্তাল পাকিস্তান।

Unstable Pakistan Dangerous For Us, says Farooq Abdullah
Published by: Monishankar Choudhury
  • Posted:May 10, 2023 3:23 pm
  • Updated:May 10, 2023 3:23 pm

মাসুদ আহমেদ, শ্রীনগর: ইমরান খানের গ্রেপ্তারিতে উত্তাল পাকিস্তান। দেশটিতে ছড়িয়ে পড়েছে হিংসা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ছ’জন। ঘটনার রেশ সীমান্ত পেরিয়ে কাশ্মীর উপত্যকায় আছড়ে পড়ার আশঙ্কায় পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। এবার তা নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লা বলেন, “অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক। ঘাতকের হাতে প্রাণ দিতে হয়েছিল দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানকে। ফাঁসি কাঠে ঝুলতে হয় জুলফিকার আলি ভুট্টোকে। তাঁর মেয়ে বেনজির ভুট্টোকেও হত্যা করা হয়। সবমিলিয়ে দেশটির ইতিহাসে এহেন ঘটনার অভাব নেই।”

Advertisement

ফারুক আরও বলেন, “ভারতীয় উপমহাদেশে শান্তি বজায় রাখতে স্থিতিশীল পাকিস্তান জরুরি। আর্থনৈতির বিপর্যয় ও প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির বর্তনাম পরিস্থিতি খুব ভাল নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সেখানে খুবই জনপ্রিয়। আশা করি তাঁর কোনও ক্ষতি হবে না। এবং তাঁকে গ্রুত মুক্তি দেওয়া হবে।”

[আরও পড়ুন: বালিকার ঋতুকালীন রক্তের দাগকে সঙ্গমের চিহ্ন ভেবে পিটিয়ে মারল দাদা!]

উল্লেখ্য, পাকিস্তানের পরিস্থি্তিতে হাই অ্যালার্টে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাদলকে যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানে গণতান্ত্রিক সরকারের পতন ঘটলে বা মৌলবাদী শক্তি ক্ষমতায় এলে কাশ্মীর উপত্যকায় জেহাদি গতিবিধি আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, মঙ্গলবার ইমরান (Imran Khan) লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তেমনটাই দাবি পিটিআইয়ের সিনিয়র নেত্রী শিরিন মাজারির। জানা যাচ্ছে, ৭০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ ইমরান।

[আরও পড়ুন: গুজরাট থেকে নিখোঁজ ৪০ হাজার মহিলা কোথায়? বিতর্কের মধ্যেই পালটা বিজেপিকে তোপ উদ্ধব সেনার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement