Advertisement
Advertisement

ঘুরপথে পাক নির্বাচনে লড়াই করবে জামাত জঙ্গিরা

গেম প্ল্যান তৈরি করছে জঙ্গি হাফিজ সইদ৷

unregistered,Milli Muslim League (MML) will have its candidates in the fray.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 8:03 pm
  • Updated:June 24, 2018 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক দলের অনুমোদন চেয়ে অনেকদিন আগেই পাক নির্বাচন কমিশনে আপিল করেছিল জঙ্গি সংগঠন ‘জামাত-উদ-দাওয়া’র শাখা ‘মিল্লি মুসলিম লিগ’৷ কিন্তু তাকে মান্যতা দেয়নি নির্বাচন কমিশন৷ ফলে এবার ঘুরপথে আসন্ন পাক সাধারণ নির্বাচনে লড়াইয়ের পথ প্রশস্ত করছে জঙ্গি হাফিজ সইদের মদতপুষ্ঠ এই সংগঠন৷ বেশকিছু নথিবদ্ধ রাজনৈতিক দলের প্রতীকে জঙ্গি নেতাদের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামাতে চলেছে তারা৷ পাক প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তারা জানাচ্ছে, সহজে দমানো যাবে না তাদের৷

[পাক নির্বাচনে জয়ের লক্ষ্যে রণকৌশল চূড়ান্ত করছে জঙ্গি হাফিজ সইদ]

Advertisement

জানা গিয়েছে, আল্লাহ-ও-আকবর তেহরিকের মতো বেশকিছু পাক রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই অলিখিত জোট করে ফেলেছে মিল্লি মুসলিম লিগ৷ তারাই ‘চেয়ার’ প্রতীকে জামাতের ২৬৫ জন জঙ্গি নেতাকে নির্বাচনে লড়াইয়ের টিকিট দিয়েছে৷ যাদের মধ্যে রয়েছে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের অন্যতম সহযোগী আবদুল রেহমান মাক্কি, ছেলে তালহা সইদ ও জামাই খালিদ ওয়ালিদ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আল্লাহ-ও-আকবর তেহরিকের প্রধান ইশান বারি৷

[দামী ভুল! শো-রুম থেকে বেরিয়েই দুর্ঘটনায় শেষ কোটি টাকার ফেরারি]

কেবল তেহরিক’ই নয়, করাচির পাকিস্তান হামদর্দ পার্টির সঙ্গেও জোট করেছে জঙ্গি সংগঠন জামাত৷ কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল, পাকিস্তানের একাধিক স্থানে নিজেদের পার্টি অফিস খুলতে শুরু করেছে মিল্লি মুসলিম লিগ৷ হাফিজ সইদকে সেই পার্টি অফিসগুলির উদ্বোধনও করতে দেখা গিয়েছে৷ কেবল তাই নয়, জোরকদমে তারা শুরু করেছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন৷ আর এই ছবিই থেকেই স্পষ্ট হচ্ছে পাকিস্তানে কতটা প্রবল জঙ্গিবাদের আধিপত্য৷ স্পষ্ট করেছে মৌলবাদের কাছে পাক প্রশাসনের অসহায় অবস্থা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement