ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ মাদ্রাসাগুলিকে দৈনিক ১০ হাজার টাকার জরিমানার মুখে পড়তে হবে। এমনই নির্দেশ জারি হল উত্তরপ্রদেশে। যোগীরাজ্যের মুজফফরনগরে জারি হল এই নয়া নির্দেশিকা।
রাজ্যের বুনিয়াদি শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে যথাযথ ভাবে রেজিস্ট্রেশন করানো হয়নি এমন মাদ্রাসাগুলিকে প্রয়োজনীয় নথি জমা দিয়ে বলা হয়েছে। এবং তা দিতে হবে তাদের নোটিশ জারি করার তিন দিনের মধ্যেই। অন্যথায় পড়তে হবে কড়া পদক্ষেপের মুখে। যদি তারা দোষী সাব্যস্ত হয়, তাহলে দৈনিক ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মাদ্রাসার সংখ্যা ২৪ হাজার। এর মধ্যে ৮ হাজার মাদ্রাসা বৈধ। কিন্তু বাকি ১৬ হাজার মাদ্রাসাই অবৈধ। এমনতাবস্থায় এই নয়া নির্দেশিকা জারি হল।
এই নোটিশের প্রেক্ষিতে মুখ খুলেছে জমিয়ত উলামা-ই-হিন্দ নামের এক মুসলিম সংগঠন। তারা এই নির্দেশকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছে। ওই সংগঠনের সেক্রেটারি মওলানা জাকির হোসেন বলেছেন, কেবলমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার জন্য তাদের অবৈধ নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁর কথায়, ”মাদ্রাসাগুলো শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দিচ্ছে। তাদের পক্ষে দৈনিক ১০ হাজার টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.