সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ নভেম্বর পর্যন্ত গড়াবে না লোকাল ট্রেনের চাকা। আনলকের ৫-এর (Unlock 5) গাইডলাইন বলবৎ থাকার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নির্দেশিকা ৩১ অক্টোবরের বদলে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আর এই গাইডলানে লোকাল ট্রেন চলার অনুমতি দেয়নি কেন্দ্র। তবে রাজ্য অনুরোধ করলে অনুমতি দিতে পারে সংশ্লিষ্ট মন্ত্রক। স্কুল কলেজ খোলার বিষয়টিও রাজ্যের উপরই ছেড়েছে সরকার।
করোনা মহামারীর (Corona Virus) মাঝেই দেশকে ছন্দে ফেরাতে পর্যায়ক্রমে আনলকের নির্দেশিকা জারি করছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সূত্র মেনে চলতি মাসের শেষে আনলক-৬-এর নির্দেশিকা ঘোষণা করার কথা। কিন্তু তার বদলে উৎসবের মরশুমে আনলক-৫ এর নির্দেশিকাকেই আরও এক মাস বলবৎ রাখল কেন্দ্র। গত কয়েক দিন ধরেই দেশে নিম্নমুখী করোনার গ্রাফ। ফলে অনেকেই আশা করেছিলেন এবার সম্পূর্ণ ছন্দে ফিরতে পারে দেশ। কিন্তু উৎসবের মরশুম আর শীতকালে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে, বিশেষজ্ঞদের এই সাবধানবাণী মাথায় রেখেই নতুন করে কোনও ছাড় দিল না স্বরাষ্ট্রমন্ত্রক।
Lockdown shall continue to be implemented strictly in the Containment Zones till 30th November, 2020: Ministry of Home Affairs https://t.co/bfwwQDxm6R
— ANI (@ANI) October 27, 2020
পঞ্চম দফায় প্রায় সমস্ত পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। বাদ পড়েছিল লোকাল ট্রেন। আর আন্তর্জাতিক বিমানযাত্রার উপর নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। ৩০ নভেম্বর পর্যন্ত সেই নিয়মই বলবৎ রইল।
নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক ঝলকে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.