সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ জুলাই শেষ হচ্ছে Unlock-2’এর মেয়াদ। ১ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হবে Unlock-3। সেই সময় কী কী সুবিধা মিলবে, কোথায় কোথায় জারি থাকবে লকডাউন, তা নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনগুলিতে (Containment zone) ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন (Lockdown) চলবে। আগস্টের শেষপর্যন্ত দেশজুড়ে বন্ধ থাকবে স্কুল-কলেজ-মেট্রো পরিষেবা। তবে ৫ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে যাচ্ছে জিম, যোগাভ্যাস কেন্দ্রগুলিও। নাইট কারফিউ আরও শিথিল করা হচ্ছে। ফলে রাত দশটার পর রাস্তায় বের হওয়ার উপর আর কোনও নিষেধাজ্ঞা রইল না।
Ministry of Home Affairs (MHA) issues #Unlock3 guidelines. Restrictions on the movement of individuals during night have been removed. Yoga institutes and gymnasiums will be allowed to open from August 5, 2020. pic.twitter.com/eTTJwWei0K
— ANI (@ANI) July 29, 2020
১৫ লক্ষের গণ্ডি পেরিয়েছে ভারতের করোনা সংক্রমিতের সংখ্যা। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। কেন্দ্র দাবি করেছে, দেশে মৃত্যু হারও কমেছে। এমন পরিস্থিতিতে ১ আগস্ট থেকে দেশে আনলক-৩ শুরু হতে চলেছে। তবে সেই সময় স্কুল, কলেজ, সিনেমা হল, মেট্রো রেল, সুইমিং পুল, বার বন্ধই থাকছে। নিষেধাজ্ঞা জারি রইল সামাজিক-রাজনৈতির-ধর্মীয়-সহ যেকোনও জমায়েতর উপরই। তবে কনটেনমেন্ট জোনের বাইরে কোন পরিষেবা চালু হবে আর কোনগুলি হবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যগুলিই।
All activities, except the following, shall be permitted outside containment zones – Metro Rail, cinema halls, swimming pools, entertainment parks, theatres, bars, auditoriums, assembly halls & similar places: Government of India
— ANI (@ANI) July 29, 2020
Social/political/sports/entertainment/academic/cultural/religious functions and other large congregations still not permitted. Also, schools, colleges and coaching institutions will remain closed till August 31, 2020: Govt of India
— ANI (@ANI) July 29, 2020
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পালন হতে পারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেক্ষেত্রে আর আগে স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশিকা জারি করেছিল, তা মেনে চলা বাধ্যতামূলক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.