Advertisement
Advertisement

রক্তাক্ত মণিপুরে ‘ঐতিহাসিক’ শান্তিচুক্তি, অস্ত্র ছাড়ল মেতেই সশস্ত্র গোষ্ঠী UNLF

৬০ বছর ধরে সার্বভৌম মণিপুরের দাবিতে আন্দোলন চালিয়েছে UNLF।

UNLF signs peace treaty with government | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 29, 2023 7:27 pm
  • Updated:November 30, 2023 8:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঙ্গাবিধ্বস্ত মণিপুরে (Manipur) শান্তিতে ফেরাতে সাফল্য। অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নিল রাজ্যের অন্যতম প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউএনএলএফ। বুধবার দিল্লিতে এসে শান্তি চুক্তি সই করেছেন সংগঠনের সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, উত্তর-পূর্ব ভারতে শান্তি ফেরাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছে মোদি সরকার। তার পরেই এই ঐতিহাসিক সাফল্য। উল্লেখ্য, প্রায় ৬০ বছর ধরে সার্বভৌম মণিপুরের দাবিতে আন্দোলন চালিয়েছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে ইউএনএলএফের (UNLF) শান্তি চুক্তির খবর প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অস্ত্র ফেলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা, সেই ভিডিও প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতি সংঘর্ষে উত্তাল গোটা মণিপুর। কুকি-মেতেই সংঘর্ষে মৃতের সংখ্যা ১৫০ পেরিয়েছে। সেরাজ্যে শান্তি ফেরাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না কেন্দ্র, একাধিকবার এমন অভিযোগ এনেছে বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: কাটল পাক যুবকের মোহ? আচমকা ভারতে ফিরলেন ‘পাকিস্তানি বধূ’ অঞ্জু]

সেই সংঘর্ষের পরে এই প্রথমবার শান্তির আভাস মণিপুরে। অমিত শাহ (Amit Shah) টুইট করে জানান, “উত্তর-পূর্বে শান্তি ফেরাতে নিরলস প্রচেষ্টা করছে মোদি সরকার। সেই প্রচেষ্টায় নয়া অধ্যায় ইউএনএলএফের শান্তি চুক্তি। মণিপুরের সবচেয়ে পুরনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউএনএলএফ হিংসা ছেড়ে মূলস্রোতে ফিরতে রাজি হয়েছে। গণতন্ত্রের পথে তাঁদের স্বাগত জানাই। আগামী দিনের জন্য তাঁদের শুভেচ্ছা রইল।” 

ইউএনএলএফের চুক্তির দিনই মণিপুরে মেতেই গোষ্ঠীগুলোর উপরে নিষেধাজ্ঞা বাড়াতে চেয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মণিপুরের সাম্প্রতিক হিংসায় অন্যতম অভিযুক্ত হিসাবে উঠে এসেছে এই সংগঠনগুলোর নাম। ইতিমধ্যেই তাদের নিষিদ্ধ করা হয়ে ইউএপিএ আইনের ধারায়। আরও পাঁচ বছরের জন্য তাদের নিষিদ্ধ করতে চায় কেন্দ্র।

[আরও পড়ুন: শ্রমিকরা যখন আটকে, রাহুল-প্রিয়াঙ্কা তখন নাচছে! পরিবার তুলে কটাক্ষ হিমন্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement