সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীর জন্য ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করার কথা ভাবছে কেন্দ্র। সূত্রের খবর, বৃদ্ধ বয়সে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের যেন আর্থিক নিরাপত্তা থাকে সেই কথা ভেবেই নয়া পরিকল্পনা। শ্রমমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চাকরিরত হোন বা স্বনিযুক্ত- প্রত্যেকেই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন।
বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিমের মতো প্রকল্প। জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন প্রকল্প নিয়ে ভাবনাচিন্তা করছে শ্রমমন্ত্রক। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অর্থাৎ নির্মাণশ্রমিক, পরিচারিকা, ডেলিভারি পার্সন-এদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন পেনশন কাঠামো। কারণ বর্তমানে সরকারি সেভিংস প্রকল্পগুলিতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা যুক্ত হতে পারেন না।
সরকার প্রস্তাবিত পেনশন স্কিমে যুক্ত হতে পারেন সকলেই। তবে কারোওর জন্যই বাধ্যতামূলক নয় এই স্কিম। বর্তমানে যেসব প্রকল্প রয়েছে, সেগুলির কয়েকটিকে নিয়ে আসা হবে ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায়। কর্মক্ষেত্রের সঙ্গে এই স্কিমের কোনও যোগ থাকবে না। যাঁরা এই স্কিমে নাম লেখাবেন, তাঁরা নিজেদের মতো করে নির্দিষ্ট অর্থ জমা করবেন। ৬০ বছর বয়স হলে সেখান থেকে পেনশন পাবেন।
তবে বর্তমানে চালু থাকা ইপিএফওর সঙ্গে কিছু তফাত রয়েছে কেন্দ্রের প্রস্তাবিত পেনশন স্কিমের। এই স্কিমে সরকার কোনও সাহায্য করবে না। নতুন স্কিমে যুক্ত হওয়াটা পুরোপুরি ঐচ্ছিক। তবে এখন পরিকল্পনার স্তরে রয়েছে এই প্রকল্প। ইপিএফওর নেতৃত্বে এই প্রকল্প তৈরির কাজ চলছে। উল্লেখ্য, আমেরিকা, কানাডা, রাশিয়া, চিনের মতো একাধিক দেশে রয়েছে এমন পেনশন প্রকল্প। এবার সেই পথে হাঁটতে চলেছে ভারতও। তবে এই প্রকল্প আদৌ কতখানি বাস্তবসম্মত হবে, সেই নিয়ে সংশয় থাকছে। কারণ করোনা পরবর্তী সময়ে যেভাবে মূল্যবৃদ্ধির সমস্যা দেখা গিয়েছে ভারতে, তাতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আয়ের পুরোটাই খরচ হয়ে যায় জীবিকা নির্বাহের ক্ষেত্রে। তাঁদের পক্ষে পেনশন প্রকল্পে টাকা জমানো আদৌ সম্ভব কি? থাকছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.