সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর (Bengaluru) রেস্তরাঁয় ভয়ংকর বিস্ফোরণের (Blast) ঘটনায় আসলে জড়িত তামিলনাড়ুর বাসিন্দারাই। এমনই বিস্ফোরক অভিযোগ করে বেকায়দায় পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজেকে। তাঁর মন্তব্যের কড়া নিন্দা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পরে বাধ্য হয়ে ক্ষমা চান বিজেপি নেত্রী।
উল্লেখ্য, গত ১ মার্চ বেঙ্গালুরুর এক রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কুণ্ডলাহল্লিতে রামেশ্বরম নামের রেস্তরাঁতে এই বিস্ফোরণ ঘটেছিল। আর এই বিস্ফোরণ প্রসঙ্গে শোভাকে বলতে শোনা গিয়েছে, ”তামিলনাড়ু (Tamil Nadu) থেকে লোকেরা এখানে আসে, প্রশিক্ষণ নেয় আর এখানেই বোমা রেখে যায়। ওরাই ক্যাফেতে বোমা রেখেছিল।” ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
পরে ভিডিওটি শেয়ার করে এক্স হ্যান্ডলে স্ট্যালিন তীব্র নিন্দা করেন এমন মন্তব্যের। বিজেপি (BJP) নেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, ‘তামিলি এবং কন্নড় ভাষাভাষীরা বিজেপির এই ধরনের বিভেদমূলক বক্তব্যকে প্রত্যাখ্যান করবে। শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে বিপন্ন করতে শোভার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী থেকে ক্যাডার, বিজেপির সকলকেই এই ধরনের নোংরা বিভাজনমূলক রাজনীতি থেকে সরে আসতে হবে। নির্বাচন কমিশন যেন এই ধরনের ঘৃণাভাষণেক বিষয়টি নজরে রাখে এবং দ্রুত প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করে।’
জবাবে শোভা এক্স হ্যান্ডলে লেখেন, ‘মিস্টার স্ট্যালিন, আপনার শাসনে তামিলনাড়ুর কী অবস্থা? আপনার তোষণের রাজনীতি হিন্দু ও বিজেপি কর্মীদের উপর দিনরাত আক্রমণ করতে উগ্রবাদীদের উসকানি দিচ্ছে। আইসিসের মতো জঙ্গি গোষ্ঠীর পরিচয় বহনকারীরা যখন ঘন ঘন বোমা বিস্ফোরণ ঘটায়, তখন আপনি চোখ বুজে থাকেন।” সেই সঙ্গেই অবশ্য ‘তামিল ভাইবোনদের’ কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর দাবি, তিনি যা বলেছেন তা আলো ফেলার জন্য, ছায়া তৈরির জন্য নয়। শোভা লিখছেন, ‘কিন্তু আমার মন্তব্যে অনেকেই আহত হয়েছেন দেখতে পাচ্ছি। তাই আমি ক্ষমা চাইছি। আমার কথাটা কৃষ্ণগিরিতে যারা প্রশিক্ষণ নিয়েছিল, তাদের উদ্দেশেই ছিল।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.