Advertisement
Advertisement

Breaking News

স্মৃতি ইরানি

মেয়ের রূপ নিয়ে খোঁচা, সোশ্যাল মিডিয়ায় যোগ্য জবাব স্মৃতির

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

Union Minister Smriti Irani share a powerful post against bullying
Published by: Sayani Sen
  • Posted:June 22, 2019 7:19 pm
  • Updated:June 22, 2019 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপ নিয়ে মশকরা করা হয়েছে৷ আর তাই চোখে জল আদুরে কন্যার৷ মায়ের মন বলে কথা। মেয়ের চোখের জল সহ্য করতে পারেননি তিনি৷ বাধ্য হয়ে মেয়ের কথামতো, যে সেলফির জেরে এত কিছু সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছেন সেই ছবিই৷ কিন্তু যে মেয়ের চোখে জল আনল, তাকে জবাব না দিয়ে ছেড়ে দেওয়ার পাত্রী নন মা৷ পরিবর্তে বুঝিয়ে দিলেন আদুরে মেয়ে নানা বিষয়ে যথেষ্ট পারদর্শী৷ এবং যে যাই বলুক না কেন তাঁর মেয়ে সুন্দরীও৷

[ আরও পড়ুন: তিন বছরে আত্মঘাতী ১২ হাজার কৃষক, বিজেপি শাসিত মহারাষ্ট্রে করুণ ছবি]

বুঝতে পারছেন না নিশ্চয়ই মা-মেয়ে বলতে আসলে কার কথা বলা হচ্ছে৷ বরং খোলসা করেই বলা যাক৷ কথা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং তাঁর মেয়ের৷ সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই আপডেটেড থাকেন স্মৃতি৷ প্রায়শই মেয়ের সঙ্গে ছবি পোষ্ট করেন তিনি৷ দিনকয়েক আগেও তাই করেছিলেন৷ পোস্ট করেছিলেন মা-মেয়ের সেলফি৷ কিন্তু মেয়ের কথা শুনে সেই পোস্টটি মুছে ফেলেছেন স্মৃতি৷ সঙ্গে লেখেন, ‘‘মেয়ে জইশকে স্কুলে কোনও এক সহপাঠী রূপ নিয়ে খোঁচা দিয়েছে৷ ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে পোস্টে ওকে কেমন লাগছিল তা নিয়ে ক্লাসের অন্য ছাত্র-ছাত্রীদেরও খোঁটা দিতে বলেছিল। মেয়ের কথা শুনে সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি মুছে ফেলেছি৷ মেয়ের চোখে জল আমি দেখতে পারি না৷’’

Advertisement

[ আরও পড়ুন: বুরারি কাণ্ডের ছায়া, স্ত্রী ও তিন সন্তানকে হত্যা প্রাইভেট টিউটরের]

মেয়ের কথা শুনে পোস্টটি মুছে ফেলে যে আদতে তিনি ওই সহপাঠীকে প্রশ্রয় দিয়েছেন তা-ও স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ সঙ্গে দিয়েছেন যোগ্য জবাব৷ একটি ছবি পোস্ট করে স্মৃতি লেখেন, ‘‘আমার মেয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড়৷ লিমকা বুকসের রেকর্ড রয়েছে ওর কাছে৷ ক্যারাটেতে দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট, বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ মেডেলও জিতেছে। সে আমার আদরের মেয়ে আর সুন্দরীও। ওর পিছনে লাগতেই পারো, কিন্তু ও জবাব দেবেই। ও আমার মেয়ে জইশ ইরানি৷ আর আমি ওর গর্বিত মা।’’ এর আগে সন্তানের গর্বিত মা হিসাবে পরীক্ষার ফলাফলে খুশি হয়েও ছবি পোস্ট করেছিলেন স্মৃতি৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I deleted my daughter’s selfie yesterday coz an idiot bully in her class ,A Jha ,mocks her for her looks & tells his pals in class to humiliate her for how she looks in her mother’s insta post. My child pleaded with me ‘ Ma please delete it, they are making fun of me’. I obliged coz I could not stand her tears. Then I realised my act just supported the bully . So Mr Jha , my daughter is an accomplished sports person, record holder in Limca Books, 2 Nd Dan black belt in Karate, at the World Championships has been awarded bronze medal twice; is a loving daughter and yes damn beautiful. Bully her all you want , she will fight back. She is Zoish Irani and I’m proud to be her Mom ❤️

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement