ছবি: প্রতীকী।
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বায়োমেট্রিক (Biometric) না মিললে আধার নম্বর (Aadhar Card Number) দেখেই রেশন (Ration) দেওয়া যাবে। সম্প্রতি রাজ্যসভায় নির্দিষ্ট প্রশ্নের জবাবে রেশন ডিলারদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যেতি (Sadhvi Niranjan Jyoti)।
এইসঙ্গে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ৯৯ শতাংশ কার্ডের বায়োমেট্রিক করানো হয়ে গিয়েছে। তবে এখনও অনেক ক্ষেত্রে কোথাও কোথাও হাতের ছাপ মিলছে না, কোথাও আবার তথ্যের অভাবে রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না। বয়স্কদের পাশাপাশি সেক্ষেত্রে সমস্যায় পড়ছেন বিবাহবিচ্ছিন্নারা। তথ্যের অভাবে সমস্যা তৈরি হচ্ছে সেখানে। এই প্রেক্ষিতেই একাধিক সাংসদের প্রশ্নের জবাবে এ নিয়ে মন্ত্রী আধার কার্ডের নম্বর দেখে রেশন দেওয়ার কথা বলে দিয়েছেন।
অন্যদিকে, ২২ মার্চ দিল্লিতে সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। তিনদিন সেই কারণে ‘পরিষেবা বন্ধ’ রাখার কথা জানানো হয়েছে। সেই খবর জানানোর জেরে চলতি মাসে ৮৫ শতাংশ গ্রাহক রেশন তুলে নিয়েছেন বলে দাবি ডিলারদের। বাকিদের ক্ষেত্রে শুক্রবার থেকে প্রয়োজনে বেশি সময় দোকান খুলে রেখে রেশন দিয়ে দেওয়া হবে। এর মধ্যে আজ, মঙ্গলবার খাদ্যমন্ত্রক থেকে ডিলারদের অভিযান নিয়ে কথা বলতে তাঁদের সংগঠনের নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.