Advertisement
Advertisement

Breaking News

জ্বালানির দাম বাড়লে আমার কী, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে

রবিবারেও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম৷

Union minister Ramdas Athawale triggered a row
Published by: Tanujit Das
  • Posted:September 16, 2018 11:28 am
  • Updated:September 16, 2018 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তে থাকা জ্বালানির খরচ সামাল দিতে মাথায় হাত পড়েছে দেশের সাধারণ মানুষের৷ এসব নিয়ে ইতিমধ্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মধ্যবিত্তের মনে জমতে শুরু করেছে ক্ষোভ৷ এমন অবস্থায় সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিলেন মোদির মন্ত্রিসভার সদস্য রামদাস আঠাওয়ালে৷ তিনি মন্ত্রী, তাই জ্বালানির দাম বাড়লে তাঁর কিছুই যায় আসে না! এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দপ্তরের এই রাষ্ট্রমন্ত্রী৷

[‘আসন্ন লোকসভা নির্বাচনের আগেই শুরু হবে রাম মন্দির তৈরির কাজ’]

Advertisement

রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রামদাস আঠাওয়ালে৷ সেখানেই এই বিতর্কিত স্বীকারোক্তি করেন তিনি৷ সকলের সামনেই বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির কোনও প্রভাবই আমি টের পাচ্ছি না৷ কারণ আমি একজন মন্ত্রী৷ বরং মন্ত্রীত্ব চলে গেলে আমি বেশি অসুবিধার মুখে পড়ব৷’ মন্ত্রীর এই মন্তব্যের পরেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন বিরোধীরা৷ জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হলেও কেন্দ্র নির্বিকার এবং এতে তাঁদের কিছুই আসে যায় না তা স্পষ্ট করেছেন রামদাস আঠাওয়ালের মন্তব্য৷ এমনই মত বিরোধীদের৷

যদিও পরে নিজের ভুল বুঝতে পারেন মন্ত্রী রামদাস আঠাওয়ালে৷ পরিস্থিতি সামাল দিতে নিজেই বলেন, সাধারণ মানুষের অসুবিধার কথা৷ কেন্দ্র যে সবরকম ভাবে জ্বালানির দাম বৃদ্ধি আটকাতে কাজ করছে, তাও জানান তিনি৷ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বলে রাজনৈতিক মহলের মত৷ কারণ, এই মন্তব্যকে ঘিরে ততক্ষণে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা৷

সাম্প্রতিক হয়ে গিয়েছে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক৷ সেখানে দলের প্রতিটি নেতা ও মন্ত্রিসভার সদস্যদের বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিশেষ প্রয়োজন ছাড়া সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নিষেধ করা হয় প্রত্যেককে৷ কিন্তু শীর্ষ নেতৃত্বের সেই নির্দেশ যে খুব একটা কাজে দিচ্ছে না৷ রামদাস আঠাওয়ালের উক্ত মন্তব্যই এর প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

[হরিয়ানা গণধর্ষণ কাণ্ডে জড়িত সেনা জওয়ান! গ্রেপ্তারি পরোয়ানা জারি]

পাশাপাশি, রবিবারেও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম৷ এদিন পেট্রলের দাম বেড়েছে ২৭ পয়সা ও ডিজেলের ১৮ পয়সা৷ কলকাতায় রবিবার পেট্রলের দাম লিটার প্রতি দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৫ টাকা ৫৭ পয়সা৷ রাজধানী নয়াদিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৮১ টাকা ৯১ পয়সা ও ডিজেলের দাম ৭৩ টাকা ৭২ পয়সা৷ বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম হয়েছে ৮৯ টাকা ২৯ পয়সা ও ডিজেলের দাম ৭৮ টাকা ২৬ পয়সা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement