Advertisement
Advertisement
Rajnath Singh

দশেরা পালনে অরুণাচল প্রদেশে রাজনাথ সিং, শস্ত্রপুজো করলেন প্রতিরক্ষামন্ত্রী

ভারতীয় সেনার উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ''দেশের মানুষ আপনার জন্য গর্বিত।''

Union Minister Rajnath Singh Observes Shastra Puja In Tawang। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 24, 2023 1:04 pm
  • Updated:October 24, 2023 1:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। শস্ত্রপুজো করে জওয়ানদের সঙ্গে দশেরা পালন করলেন তিনি। তাওয়াংয়ে যুদ্ধে শহিদ সেনাকর্মীদের স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনও করেন প্রতিরক্ষামন্ত্রী।

সোমবারই তেজপুরে পৌঁছন রাজনাথ। দুদিনের সফরে অসম ও অরুণাচল প্রদেশে এসেছেন তিনি। এদিন শস্ত্রপুজোর পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। সেনাবাহিনীর উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ”দেশের মানুষ আপনার জন্য গর্বিত। উর্দির গুরুত্ব আপনারা সকলেই জানেন।” রাজনাথের সঙ্গে এদিন ছিলেন ভারতীয় সেনাপ্রধান মনোজ পাণ্ডে।

Advertisement

[আরও পড়ুন: ‘হেজবোল্লা লড়াইয়ে নামলে কিন্তু… ‘, কী হুঁশিয়ারি নেতানিয়াহুর মুখে?]

উল্লেখ্য, এই তাওয়াং সেক্টরে (Tawang) বার বার সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। গত বছরের ডিসেম্বরে পিপলস লিবারেশন আর্মি তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছিল। ভারতীয় সেনা সেই লঙ্ঘনের দৃঢ়ভাবে মোকাবিলা করেছিল। মুখোমুখি সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছিলেন।

এর পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদকে সেপ্রসঙ্গে জানান। বলেন, লালফৌজ অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের ইয়াংটসে এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে ‘অতিক্রম’ করার এবং ‘একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন’ করার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় সেনারা বাধা দেয় এবং দৃঢ়ভাবে তার মোকাবিলা করে।

[আরও পড়ুন: পাকিস্তানকে প্রথমবার হারিয়ে ইতিহাস আফগানিস্তানের, বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে বাবর আজমের দল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement