Advertisement
Advertisement
Nitin Gadkari

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির অফিসে একাধিকবার ফোন করে খুনের হুমকি! চাঞ্চল্য নাগপুরে

তদন্ত শুরু করেছে পুলিশ।

Union minister Nitin Gadkari receives death threat calls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 14, 2023 3:39 pm
  • Updated:January 14, 2023 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদের দু’দিন পরই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করিকে ( Nitin Gadkari) খুনের হুমকি। একাধিকবার তাঁর নাগপুরের অফিসে ফোন করে খুনের হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এমনটাই খবর নাগপুর পুলিশ সূত্রে।


জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে অন্তত বার দু’য়েক কেন্দ্রীয় মন্ত্রীর নাগপুরের অফিসে হুমকি ফোন এসেছে। প্রথম ফোনটি আসে সকাল ১১.৩০ মিনিট নাগাদ। কেন্দ্রীয় মন্ত্রীকে খুন এবং বোমা মেরে তাঁর অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মিনিট দশেক বাদেই বের ফোন করে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতী। এবারেও একইভাবে মন্ত্রীকে খুন এবং অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

[আরও পড়ুন: কেঁপে উঠল উত্তর কাশী, ধ্বংসের মুখে দাঁড়ানো যোশিমঠে বৃষ্টি-তুষারপাতের মধ্যে নয়া আতঙ্ক!]

ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন নীতীন গড়করির অফিসের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। নাগপুরের ডিসিপি রাহুল মাদানে (Rahul Madane) জানিয়েছেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে তাঁর সব কর্মসূচিতে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে অফিসে খুনের হুমকি ফোনগুলি এসেছিল, সেখান থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই নীতীন গড়করির বাড়ি। স্বাভাবিকভাবেই মন্ত্রীর বাড়িতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

[আরও পড়ুন: মহিলা ক্রিকেটারের রহস্যমৃত্যু ওড়িশায়, গভীর জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার]

দুদিন আগেই কর্ণাটকের হুবলিকে রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তায় গলদ দেখা যায়। প্রধানমন্ত্রীর পাঁচ স্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে মালা হাতে তাঁর কাছে চলে যান অতি উৎসাহী এক যুবক। যদিও প্রধানমন্ত্রীকে সেই মালা পরানোর আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। পরে অবশ্য জানা যায়, ওই যুবকের কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। স্রেফ প্রধানমন্ত্রীকে ছুঁয়ে দেখতেই কাণ্ড ঘটান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement