সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু(Kiren Rijiju)। সোশাল মিডিয়ায় একটি চিঠি শেয়ার করে তাঁকে দাবি করতে দেখা যায়, মহিলা ও শিশু নির্যাতন রুখতে দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনে মমতাকে হস্তক্ষেপের আর্জি জানানো হলেও তিনি সেই ‘পবিত্র কর্তব্য’ পালনে অনীহা দেখিয়েছিলেন।
সম্প্রতি ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জবাবে রাজ্যের দিকেই আঙুল তুলেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এবার আসরে রিজিজু। তিনি একটি চিঠি শেয়ার করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের জন্য দ্রুত বিচার প্রদানের ক্ষেত্রে তার সবচেয়ে পবিত্র দায়িত্ব যেভাবে উপেক্ষা করেছিলেন, তাতে আমি দুঃখিত। ২০২১ সালের এই চিঠিটি সেটাই স্পষ্টভাবে তুলে ধরছে। ২০১৮ সালে, ধর্ষণের মতো জঘন্য অপরাধের মোকাবিলা করার জন্য সংসদে একটি কঠোর আইন পাশ করা হয়েছিল। রাজ্য সরকারগুলিকে অবশ্যই কাজ করতে হবে!’
I feel sad that Chief Minister of West Bengal ignored her most sacred duty of providing quick Justice for women & children. This letter of 2021 clearly shows it.
In 2018, a stringent law was passed by- Parliament to deal with heinous crimes like Rape.. State Govts must act ! pic.twitter.com/fTE5vXkVFD— Kiren Rijiju (@KirenRijiju) September 4, 2024
প্রসঙ্গত, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনার পর ধর্ষণবিরোধী কড়া বিল পেশ করল রাজ্য সরকার। বিধানসভায় মঙ্গলবার বিলটি পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘটক। ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪) বিল নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, ”প্রধানমন্ত্রী দেশের মেয়েদের রক্ষা করতে পারেননি। উনি জাতীয় লজ্জা! ওঁকে আগে পদত্যাগ করতে বলুন। স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন।” এর আগে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীকে দুটি চিঠি লেখেন মমতা। জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণ দেবী জানান, দেশের নারী নির্যাতন নিয়ন্ত্রণে ভারতীয় ন্যায় সংহিতায় যে বিধান রয়েছে তা যথেষ্ট কঠোর। রাজ্য সরকারকে সেই আইন কার্যকর করতে হবে। এর পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু বিষয় চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মমতা, এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.