Advertisement
Advertisement

Breaking News

Accident

বড়সড় দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়! দুমড়ে মুচড়ে গেল গাড়ি

দুর্ঘটনার পর অন্য গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয় মন্ত্রী-সহ ভিভিআইপিদের।

Union minister Jitin Prasad convoy face accident
Published by: Amit Kumar Das
  • Posted:July 20, 2024 3:57 pm
  • Updated:July 20, 2024 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদের কনভয়। উত্তরপ্রদেশের পলিভিট জেলায় এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ির-সহ কনভয়ের অন্যান্য গাড়িগুলি। দুর্ঘটনার তিব্রতা এতটাই ছিল যে মন্ত্রীর গাড়ির সামনের ও পিছনের অংশ কার্যত ব্যাপকভাবে দুমড়ে মুচড়ে যায়। যদি এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, শনিবার নিজের সংসদীয় কেন্দ্র পলিভিটে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। সেখানে মঝৌলা থেকে বহেরবা গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল মন্ত্রীর কনভয়। অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ কোনও কারণে কনভয়ের সামনে থাকা এমারজেন্সি ব্রেক কষে। যার জেরে পিছনের গাড়ি গুলি এ ওর পিছনে ধাক্কা মারে। কনভয়ের মাঝে ছিল জিতিনের গাড়ি। সেই গাড়ি ধাক্কা মারে সামনের গাড়িকে। পিছনে থাকা গাড়িটি আবার মন্ত্রীর গাড়ির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জিতিনের গাড়িটি। ওই অবস্থায় অন্য একটি গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয় মন্ত্রী-সহ ভিভিআইপিদের।

Advertisement

[আরও পড়ুন: ফাঁস হওয়া প্রশ্নের উত্তর লেখার কুশীলব! নিট কাণ্ডে রাঁচি থেকে গ্রেপ্তার ডাক্তারি ছাত্রী]

জানা গিয়েছে, ওই কনভয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সঞ্জীব প্রতাপ সিং, এমএলসি সুধীর গুপ্তা এবং বড়খেড়ার বিধায়ক প্রবক্তানন্দ। এই দুর্ঘটনায় স্বভাবিকভাবেই আতঙ্কিত বিজেপির এই শীর্ষ নেতৃত্বরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন কনভয়ের সামনে থাকা গাড়িটি হঠাৎ ওইভাবে ব্রেক কষল তা জানার চেষ্টা চলছে।

Advertisement

[আরও পড়ুন: আফগানিস্তানে লড়াই করা পাক SSG কমান্ডোরাই জম্মুতে হামলার নেপথ্যে!]

উল্লেখ্য, এ বার পিলিভিট লোকসভা কেন্দ্রে গান্ধী পরিবারের সদস্য বরুণ গান্ধীকে প্রার্থী করেনি বিজেপি। তার বদলে টিকিট দেওয়া হয়েছিল প্রাক্তন কংগ্রেস নেতা তথা যোগী আদিত্যনাথের সরকারের প্রাক্তন পূর্তমন্ত্রী জিতিনকে। পিলভিট কেন্দ্রে বিজেপির ব্যাপক জয়ের পর তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেন নরেন্দ্র মোদি। বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয় তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ