Advertisement
Advertisement

Breaking News

Minister Chilika

নৌকাবিহারেই বিপর্যয়, পথ হারিয়ে চিল্কায় দুঘণ্টা আটকে কেন্দ্রীয় মন্ত্রী

মন্ত্রীর সঙ্গে আটকে পড়েছিলেন বিজেপি নেতারাও।

Union minister among other BJP leaders stuck at Chilika for 2 hours | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 8, 2024 12:42 pm
  • Updated:January 8, 2024 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিব্যি নৌকাবিহারে বেড়াচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আচমকাই পথ হারিয়ে ফেললেন। দীর্ঘসময় ধরে লেকের মধ্যেই আটকে রইলেন। শেষ পর্যন্ত আটকে থাকা মন্ত্রীকে উদ্ধার করতে নেমে পড়ল আরও নৌকা। দুঘণ্টা ধরে অভিযান চালানোর পর অবশেষে মুক্তি পেলেন মন্ত্রীমশাই। ফলে পরের অনুষ্ঠানগুলোতেও আর অংশ নিতে পারলেন না।

ঘটনাটি ঘটেছে ওড়িশার চিল্কা (Chilika Lake) হ্রদে। রবিবার বিকেলে নৌকায় চেপে সেখানে গিয়েছিলেন মৎস্যমন্ত্রী পারষোত্তম রুপালা (Parshottam Rupala)। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও গেরুয়া শিবিরের কয়েকজন নেতা। কথা ছিল, বারকুল থেকে শতপদ পর্যন্ত নৌকায় চেপেই পাড়ি দেবেন তাঁরা। সাগর পরিক্রমা প্রকল্পে মৎস্যজীবীদের সঙ্গে আলাপ করতেই জলপথে যাত্রার পরিকল্পনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: সোম সকালে বিদেশমন্ত্রকে মালদ্বীপের রাষ্ট্রদূত, উদ্বিগ্ন মুখ কি দিচ্ছে চাপ বাড়ার ইঙ্গিত?]

কিন্তু মাঝপথেই বিপত্তি। লেকের মধ্যে আচমকাই পথ হারিয়ে ফেলল মন্ত্রীর বোট। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মাছ ধরার জালে নৌকা আটকে গিয়ে বিপত্তি। কিন্তু পরে জানা যায়, অন্ধকার হয়ে যাওয়ার ফলে পথ হারিয়ে ফেলেছিলেন বোটের চালক। মন্ত্রী জানান, “আসলে বোটের চালক একেবারেই নতুন। আগে সেভাবে এই পথে নৌকা চালাননি। তাই অন্ধকার হয়ে যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেললেন তিনি।”

প্রায় দুঘণ্টা আটকে থাকার পরে শতপদ থেকে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয় কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে। রাত সাড়ে দশটা নাগাদ শতপদে পৌঁছন রুপালা। সেখানে যা কিছু কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল, সবগুলোই বাতিল করে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় মন্ত্রীকে লেকের মধ্যে দুঘণ্টা ধরে আটকে থাকতে হলে সাধারণ মানুষের কী অবস্থা হবে?

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement