Advertisement
Advertisement
Sandeshkhali

কেন আক্রান্ত ইডি? সন্দেশখালি কাণ্ডে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

সন্দেশখালিতে তল্লাশিতে গিয়ে ইডি আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় বাংলা।

Union home minister seeks report on Sandeshkhali incident | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 9, 2024 8:40 pm
  • Updated:January 9, 2024 8:56 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: সন্দেশখালি কাণ্ড নিয়ে গত চারদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত, হেনস্তার শিকার বাহিনী। এই ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। কেন আক্রান্ত হল ইডি? তা জানতে চাওয়া হয়েছে। 

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির(Sandeshkhali) সরবেড়িয়া। নেতার বাড়ির তালা ভেঙে ঢোকার চেষ্টা করে ইডি। এদিকে তল্লাশির বিরোধিতায় পালটা আক্রমণ শুরু করেন অনুগামীরা। তাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরাও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও হামলার মুখে প্রায় পালিয়ে বাঁচেন। সেই ঘটনার জল গড়িয়েছে অনেকদূর। হাই কোর্টে মামলা করেছে বিজেপি। রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্যপাল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই শহরে এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। এই পরিস্থিতিতে এবার সন্দেশখালি কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

এদিকে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া আগালহাটি গ্রাম পঞ্চায়েতের ন্যাজাট থানার আকুঞ্জিপারার যে তৃণমূল নেতাকে নিয়ে তোলপাড় রাজ্য, তিনি কোথায় তা কেউ জানেন না বলেই খবর। বিরোধী দলনেতা নানারকম দাবি করেছেন। কখনও বলেছেন শাহজাহান লুকিয়েছে বাংলাদেশে, কখনও বলেছেন পঞ্চায়েত প্রধানের বাড়িতে আশ্রয় নিয়েছেন তৃণমূল নেতা। এরই মাঝে এলাকাজুড়ে চাউর হয়েছে গ্রেপ্তার হয়েছেন শাহজাহান (Sheikh Shahjahan)। কিন্তু আদৌ গ্রেপ্তার হয়েছেন কি? জানা নেই কারও। কিন্তু কেন আক্রান্ত ইডি? এ প্রসঙ্গে শাহজাহানের ভাই বলেন, সেদিন তাঁরা বাড়িতে ছিলেন না। হঠাৎ একটি গাড়িতে কয়েকজন গিয়ে গেটের তালা ভাঙতে শুরু করে। ফলে কেউ ভাবে বাড়িতে ঢুকে বিভিন্ন ছবি তুলে হয়তো ফাঁসানো হতে পারে শাহজাহানকে। সেই কারণেই প্রতিবাদ করে তাঁরা।

[আরও পড়ুন: ‘দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলব’, অন্তরাল থেকে বার্তা সন্দেশখালির শাহজাহানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement