Advertisement
Advertisement
HMPV

‘HMPV মোকাবিলায় তৈরি ভারত’, চিনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

দিনকয়েক আগে খবর ছড়ায়, চিনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা এইচএমপিভি।

Union health ministry issues notification on tackling HMPV

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 5, 2025 2:01 pm
  • Updated:January 5, 2025 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার কি ফিরবে কোভিড আতঙ্ক? চিনে নতুন HMPV ভাইরাসের হদিশ মিলতেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন আমজনতা। তবে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা দিয়ে জানিয়েছে, এখনই আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই। কারণ চিনে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটছে না। শ্বাসজনিত কোনও সমস্যা প্রতিরোধ করতেও তৈরি রয়েছে ভারত।

দিনকয়েক আগে খবর ছড়ায়, চিনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা এইচএমপিভি। জানা যায়, এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটানো ভাইরাস। যা শরীরে সাধারণ সর্দিকাশির সৃষ্টি করে। শিশু ও বয়স্কদের শরীরে এর ফলে ফ্লু-এর উপসর্গ দেখা দিতে পারে। সোশাল মিডিয়ায় গুঞ্জন, চিনে নাকি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ভিড় জমছে হাসপাতাল ও কবরখানায়! কিন্তু সরকারি ভাবে এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি।

Advertisement

সোশাল মিডিয়ায় গুঞ্জন ছড়াতেই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। তবে দেশবাসীকে আশ্বস্ত করছে স্বাস্থ্যমন্ত্রক। শনিবার HMPV ভাইরাস নিয়ে জয়েন্ট মনিটরিং গ্রুপের বৈঠক ডাকা হয় মন্ত্রকের তরফে। তারপরেই স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি জারি করে বলে, ”হু’ থেকে যা খবর মিলছে সেদিকে কড়া নজর রাখছেন আধিকারিকরা। আগামী দিনে কোনও বিপদ আসতে পারে কিনা, সেদিকেও নজর রাখা হচ্ছে। চিনের পরিস্থিতি নিয়ে যথাসময়ে খবর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ‘হু’কে।’

স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়, গত কয়েকদিনে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়েনি গোটা দেশে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়েনি। সম্প্রতি হাসপাতালগুলিতে সমীক্ষা চালানো হয়েছিল। দেশজুড়ে সেই সমীক্ষায় দেখা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তার মোকাবিলা করতে তৈরি হাসপাতালগুলি। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement