Advertisement
Advertisement

Breaking News

MBBS

আর অহেতুক সিট আটকে রাখা যাবে না, MBBS পাশে সর্বোচ্চ সময়সীমা বেঁধে দিল কেন্দ্র 

বিজ্ঞাপ্তি জারি করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন।

Union Health Ministry has fixed the maximum time limit for MBBS Degree | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 14, 2023 10:18 am
  • Updated:June 14, 2023 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সপ্তপদী’ সিনেমার সেই দৃশ‌্যটা মনে আছে? মেডিক‌্যালের সেরা ছাত্র কৃষ্ণেন্দু চরিত্রে উত্তমকুমারের পাশে দাঁড়িয়ে বার চারেক ফেল করা তরুণকুমারের প্রশ্ন, ‘‘এটার উচ্চারণটা বলবি? নায়ক ঘাড় একটু ঘুরয়ে সহজেই বলেছিলেন, “লেপ্টোস্পাইরা ইরেক্টো হেমারেজিকা।’’ তরুণকুমার এর পরে আর কথা বাড়াননি।

সিনেমায় যেমন এমন চরিত্র রয়েছে, বাস্তবেও কিন্তু এমন অসংখ‌্য মেডিক‌্যাল পড়ুয়া রয়েছেন যাঁরা বছরের পর বছর পরীক্ষা দিলেও এমবিবিএস (MBBS) ডিগ্রি অধরাই রয়ে যায়। ন‌্যাশ‌ন‌াল মেডিক‌্যাল কমিশন সম্প্রতি জানিয়ে দিয়েছে, ডাক্তারি পরীক্ষাকে পঞ্চবার্ষিকী পরীক্ষায় নিয়ে গিয়ে প্রহসনে পরিণত করা যাবে না। অর্থাৎ বছরের পর বছর এমবিবিএস পাস না করে কলেজের সিট আটকে রাখা যাবে না।

Advertisement

[আরও পড়ুন: মুসলিম তরুণীকে প্রেমের নৃশংস ‘শাস্তি’! যুবককে খুন করে আট টুকরো করা হল দেহ]

এনএমসি’র তৈরি ‘গ্র‌্যাজুয়েট মেডিক‌্যাল এডুকেশন রেগুলেশন ২০২৩’-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস পাস করতে সাড়ে পাঁচ বছরের সময়সীমা। তা বাড়িয়ে ৯ বছর করা যেতে পারে। তার মধ্যে পাস করতে না পারলে ডাক্তার হওয়া যাবে না। বছরের পর বছর ক্লাস আটকে রাখা যাবে না। শুধু তাই নয়, অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি এই তিনটি বিষয় ফার্স্ট ইয়ারে শেষ করতেই হবে। সর্বোচ্চ চারবার পরীক্ষায় বসা যাবে। অর্থাৎ তিনবার সাপ্লিমেন্টারি দেওয়া যাবে।

স্বাস্থ‌্যমন্ত্রকের নির্দেশিকা পশ্চিমবঙ্গ-সহ দেশের সব সরকারি-বেসরকারি মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ-উপাধ‌্যক্ষকে ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে। এনএমসি’র নয়া নিয়মকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও মেডিক‌্যাল শিক্ষকদের একটা বড় অংশ। কিন্তু ছাত্রদের একাংশ সমালোচনা শুরু করেছে। মেডিক‌্যাল কলেজের উপাধ‌্যক্ষ ডা. অঞ্জন অধিকারীর কথায়, ‘‘আগে একটি সিট কবে ফাঁকা হবে তার জন‌্য বিশ্ববিদ‌্যালয় ও কলেজকে বছরের পর বছর অপেক্ষা করতে হত। সেই সমস‌্যা অন্তত কমবে।’’

[আরও পড়ুন: অজান্তে যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন! আত্মহত্যার চেষ্টা ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতার]

আবার পড়ুয়াদের একাংশের বক্তব‌্য অনেক সময় কোনও কঠিন সমস‌্যার জন‌্য লেখাপড়ায় সাময়িক ছেদ পড়ে। এই নিয়ম চালু হলে সেই ছাত্রদের ডাক্তার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে যাবে। একধাপ এগিয়ে তাঁদের অভিযোগ কেন্দ্রীয় সংস্থা এনএমসি মেডিক‌্যাল শিক্ষা ব‌্যবস্থা বদলে দিতে চাইছে। পড়ুয়াদের মধ্যে অহেতুক মানসিক চাপ বাড়াতে চাইছে। এমবিবিএস পরীক্ষায় সুযোগ পাওয়ার জন‌্য এন্ট্রাস রয়েছে, এবার এক্সিট পলিসি শুরু করতে চাইছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement