সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসের একেবারে শুরুতে তিনি দাবি করেছিলেন, জুলাই চলে এলেও করোনার টিকা (COVID vaccine) আসেনি। মাস শেষ হতেও একই ভাবে মোদি সরকারকে খোঁচা দিতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। আর তাঁর সেই কটাক্ষের জবাব দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন দেশের ১৩ কোটির বেশি মানুষ এই মাসে টিকা পেয়েছেন।
রবিবার সকালে রাহুল একটি টুইট করেন। সেখানে একটি ভিডিও-ও ছিল। সেই ভিডিওয় বিভিন্ন সংবাদের শিরোনাম দেখা যাচ্ছে। যা থেকে দেশের বিভিন্ন প্রান্তে টিকার ঘাটতির কথা উঠে আসে। সেই সঙ্গে রাহুল লেখেন, ‘‘জুলাই চলে গেল। কিন্তু টিকার ঘাটতি মিটল না। কোথায় গেল টিকা?’’
जुलाई चला गया है, वैक्सीन की कमी नहीं गयी।#WhereAreVaccines https://t.co/0hGVAv78x4 pic.twitter.com/QKyHBMR6X4
— Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2021
রাহুলের এই খোঁচার জবাব দিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। ঠিক কী লিখেছেন তিনি? তাঁকে টুইটারে লিখতে দেখা গেল, ‘‘জুলাই মাসে ভারতে ১৩ কোটিরও বেশি মানুষ টিকা নিয়েছেন। এই মাসে সেই গতি আরও বাড়বে। এই কারণে আমাদের স্বাস্থ্যকর্মীদের উপরে গর্ব হচ্ছে। এবার তাঁদের এবং দেশের প্রতি গর্ব অনুভব করুন।’’
भारत में जुलाई महीने में 13 करोड़ से अधिक टीके लगाए गए हैं।
इस महीने इसमें और तेजी आने वाली है। इस उपलब्धि के लिए हमें अपने स्वास्थ्यकर्मियों पर गर्व है।
अब तो उन पर और देश पर आपको भी गर्व होना चाहिए। https://t.co/fgdifM26k6
— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 1, 2021
এখানেই শেষ নয়। এর সঙ্গে আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘‘শুনেছি জুলাইয়ে যে ১৩ কোটি মানুষ টিকা নিয়েছেন তাঁদের মধ্যে আপনিও আছেন। কিন্তু আপনি তো আমাদের বিজ্ঞানীদের নিয়ে একটিও শব্দ খরচ করলেন না! জনতাকে টিকা নিতে আবেদন করলেন না। তার মানে আপনি টিকাকরণের নামে ক্ষুদ্র রাজনীতি করছেন। অর্থাৎ টিকা নয় আপনার মধ্যে পরিণতমনস্কতার অভাব রয়েছে।’’ প্রসঙ্গত, রবিবার পর্যন্ত দেশে ৪৭.০২ কোটি মানুষের টিকাকরণ হয়েছে। আগামী দিনে দৈনিক টিকাকরণের মাত্রা বাড়াতে চাইছে মোদি সরকার। বছরের শুরুতে দেশে টিকাকরণ শুরু হয়।
सुना है, जुलाई में जिन 13 करोड़ लोगों को टीके लगाए गए, उनमें से आप भी एक हैं।
लेकिन आपने हमारे वैज्ञानिकों के लिए एक शब्द नहीं बोला, जनता से वैक्सीन लगाने की अपील नहीं की। मतलब आप वैक्सीनेशन के नाम पर तुच्छ राजनीति कर रहे हैं।
दरअसल वैक्सीन की नहीं, आपमें परिपक्वता की कमी है।— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 1, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.