ফাইল ছবি
প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমণ। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লক্ষ ৮ হাজার ৭১২ জন। মৃত্যু হয়েছে ৮ লক্ষ ২ হাজার ৯৮৪ জনের। ভারতে আক্রান্ত ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০২ জন। মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৭৯৪ জনের। রাজ্যে সংক্রমিত ১,৩৫,৫৯৬ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৭৩৭ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৫০: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে ১০৯ জনের শরীরে মিলল করোনার জীবাণু। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৮০৮। মৃত ৩২ জন। ৬টি কনটেনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের।
61 new COVID-19 cases and 109 recoveries reported in Andaman and Nicobar Islands today, taking total cases to 2,808 including 1,853 recoveries, 32 deaths and 923 active cases. There are six containment zones in the Union Territory: Andaman and Nicobar Islands Administration
— ANI (@ANI) August 22, 2020
রাত ১০.২০: কোভিড ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চল, জানিয়ে বছরের শেষেই তা বাজারে আসবে বলে আশাপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
One of our COVID-19 vaccine candidates is in the third phase of the clinical trial. We are very confident that a vaccine will be developed by end of this year: Union Health Minister Harsh Vardhan https://t.co/saLgWS9uL7
— ANI (@ANI) August 22, 2020
রাত ১০.০৩: করোনা আবহে NEET ও JEE পরীক্ষা বাতিল করার আবেদন জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার।
রাত ১০.০০: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় পাঁচ হাজার।
Number of COVID-19 cases reaches 4,895 in Himachal Pradesh; active cases stand at 1,478: State Health Department pic.twitter.com/aHgeLajwXW
— ANI (@ANI) August 22, 2020
রাত ৯.৩০: বর্ধমান শহরে বাজার ও দোকানপাট খোলার ক্ষেত্রে শনিবার নয়া নির্দেশিকা জারি করেছেন জেলা শাসক বিজয় ভারতী। সব্জি, মাছের খুচরো বাজার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শহরের রেল বাজার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ফলের দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা, ফুলের দোকান সকাল সকাল ৭টা থেকে দুপুর ১২টা, মুদিখানা দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া অন্যান্য দোকান দুপুর ১২টা থেকে রাত টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া রবিবারও দোকানপাট ও বাজার খোলা রাখা যাবে।
রাত ৯.০০: ব্রিটেনে নতুন করে সংক্রমণ। সরকারি তথ্য বলছে, সে দেশে করোনা আক্রান্ত ১,২৮৮ জন।
সন্ধ্যা ৮.৫২: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার ওসি–সহ ১৬ জন পুলিশ আধিকারিক ও কর্মী করোনা আক্রান্ত হলেন একসঙ্গে। শুক্রবার চারজনের রিপোর্ট পজিটিভ এসেছিল। শনিবার আরও ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে থানার প্রায় সব আধিকারিক ও কর্মী আক্রান্ত হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে সেখানে সম সংখ্যক পুলিস আধিকারিক ও কর্মী পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন। সার্কেল ইনস্পেক্টরকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
সন্ধ্যা ৮.২৭: পাঞ্জাবে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৩২০ জন।
Punjab records 1,320 new #COVID-19 cases today, taking the total number of cases to 40,643 including 15,305 active cases and 1,036 deaths. The state now has 24,302 recoveries: State Health Department pic.twitter.com/z6ELPnSRC4
— ANI (@ANI) August 22, 2020
সন্ধ্যা ৮.২২: বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩,২৩২ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।
সন্ধ্যা ৮.০০: মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২২৬ জন।
1,226 new #COVID19 cases and 21 deaths reported in Madhya Pradesh today. The total number of cases now at 51,866 including 11,261 active cases, 39,399 recoveries and 1,206 deaths: State Health Department. pic.twitter.com/TYXkmcU805
— ANI (@ANI) August 22, 2020
সন্ধ্যা ৭.৫০: কেরলে একদিনে করোনা আক্রান্ত দুহাজারের বেশি।
2,172 #COVID19 cases confirmed in Kerala today. 1,964 are cases of local transmission and the source of infection in 153 was not traceable. 52 are those who came back from overseas while 102 are from other states: KK Shailaja, State Health Minister
— ANI (@ANI) August 22, 2020
সন্ধ্যা ৭.৪৪: দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিরিশ লক্ষের গণ্ডি ছাড়াল।
সন্ধ্যা ৭.২১: গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে করোনা আক্রান্ত হয়েছেন ৬২১ জন। ফলে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৯৮১ জন।
সন্ধ্যা ৭.০৫: চিনে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের অনুমতি দেওয়া হল।
সন্ধ্যা ৬.৪৭: করোনা পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা মসৃণ করতে রাজ্য স্বাস্থ্য কমিশনের বৈঠক। মার্চের পর কোভিড পরিস্থিতির অজুহাতে অতিরিক্ত বেড ভাড়া নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। কোন রোগীর কতবার কী পরীক্ষা প্রয়োজন, তা স্থির করতে তৈরি ৩ সদস্যের কমিটি গঠন করার নির্দেশ।
সন্ধ্যা ৬.৩৭: বিনামূল্যে কোভিড পরীক্ষাকে এবার নাগরিকদের দরজায় নিয়ে গেল কলকাতা পুরসভা। যে কোনও ক্লাব বা প্রতিষ্ঠান পুরসভাকে কোভিড পরীক্ষার আবেদন জানালেই তাদের কাছে পৌঁছে যাবে লালারস সংগ্রহের গাড়ি। তবে ন্যূনতম ২০ জন হতে হবে, থাকতে হবে এসি ঘর।
সন্ধ্যা ৬.২০: অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত ১০,২৭৬ জন।
Andhra Pradesh reports 10,276 new #COVID19 cases today taking the total number of cases to 3,45,216. There are 89,389 active cases in the State and the death toll is at 3,189: State Government pic.twitter.com/LsE24RQ6TX
— ANI (@ANI) August 22, 2020
সন্ধ্যা ৬.১০: দিল্লিতে আক্রান্ত হলেন ১৪১৩ ও মৃত ১৪।
সন্ধ্যা ৬টা: হিমাচল প্রদেশে মোট আক্রান্ত হয়েছেন ৪,৭৮৯ জন।
বিকেল ৫.৫০: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২০ জন। আর মৃত্যু হয়েছে ৮ জনের।
বিকেল ৫.৩০: এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত আটকাতে বারণ করল সুপ্রিম কোর্ট। বিষয়টি রাজ্যগুলি উপরই ছেড়ে দিতে নির্দেশ দিল।
বিকেল ৫.১০: করোনা আবহে বেসরকারি হাসপাতালের বিল এবং অন্যান্য অব্যবস্থা নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। তা সামলাতে এই প্রথম মুখোমুখি বৈঠকে বসছে স্বাস্থ্য কমিশন। এই বৈঠকে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার গাইডলাইন ঠিক হবে। বেঁধে দেওয়া হতে পারে চিকিৎসার খরচও।
বিকেল ৪.৪০: গত ২৪ঘণ্টায় দেশজুড়ে সুস্থ হলেন ৬৩ হাজার ৬৩১ জন। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
India records highest-ever single day peak of 63,631 recoveries in the last 24 hours. Recoveries exceed the active cases by more than 15 lakh. Recovery Rate is at 74.69%: Ministry of Health and Family Welfare#COVID19 pic.twitter.com/kxAr07SxO3
— ANI (@ANI) August 22, 2020
দুপুর ৩.৪২: আগামী সোমবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। সেবাইত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, শনিবার মন্দিরেই সেবাইতদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির খুললেও স্বাস্থ্যবিধি মেনে চলবে পুজোপাঠ। গত ১ আগস্ট থেকে বন্ধ ছিল তারাপীঠ মন্দিরের দরজা।
দুপুর ২.২৫: বিশ্বের মধ্যে আমাদের দেশই সুস্থতার হারে সবথেকে এগিয়ে রয়েছে। মৃত্যুর হারও খুব কম বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
As far as COVID19 numbers are concerned, our fatality rate (1.87%) is really low and we have the best recovery rate (75%) in the world. We have around 1500 testing labs now. It is a great achievement in itself: Union Health Minister Dr Harsh Vardhan pic.twitter.com/HrZxf9oRU0
— ANI (@ANI) August 22, 2020
দুপুর ১.০৫: স্বাস্থ্যবিধি মেনে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শ্রী সত্য গণপতি মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।
Karnataka: Devotees offer prayers at Sri Satya Ganapathi temple in Bengaluru, on the occasion of #GaneshChaturthi. pic.twitter.com/P65UhQzy9y
— ANI (@ANI) August 22, 2020
দুপুর ১২.১০: মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ২৮৮ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ২ জনের।
288 more police personnel found #COVID19 positive & 2 died in the last 24 hours in Maharashtra. Total number of Corona positive police personnel in Maharashtra reaches 13,468 including 2,478 active cases, 10,852 recoveries & 138 deaths till date: Maharashtra Police pic.twitter.com/j3mNg97vb1
— ANI (@ANI) August 22, 2020
সকাল ১১.৫০: গত ২৪ ঘণ্টায় ওড়িশায় আক্রান্ত ২,৮১৯ জন ও মৃত ৯।
2,819 new #COVID19 cases, 1,927 recoveries & 9 deaths reported in Odisha in the last 24 hours. Total number of cases in the state stands at 75,537, including 50,503 recoveries, 24,582 active cases & 399 deaths: State Health Department, Odisha
— ANI (@ANI) August 22, 2020
সকাল ১১.৩০: এখনও পরিবর্তন হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার।
The condition of former president Pranab Mukherjee remains unchanged this morning. He is deeply comatose and is being treated for respiratory infection. His vital parameters are stable and he continues to be on ventilatory support: Army Hospital (R&R), Delhi Cantt (File Photo) pic.twitter.com/InDdaO90oh
— ANI (@ANI) August 22, 2020
সকাল ১১.১০: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৬১২ ও মৃত ৫।
সকাল ১০.৫০: আক্রান্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভা সাংসদ শিবু সোরেন ও তাঁর স্ত্রী।
সকাল ১০টা: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হলেন ৬৯ হাজার ৮৭৮ জন। মৃত্যু হয়েছে ৯৪৫ জনের।
Spike of 69,878 cases and 945 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 29,75,702 including 6,97,330 active cases, 22,22,578 cured/discharged/migrated & 55,794 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/a9QR8C0OUg
— ANI (@ANI) August 22, 2020
সকাল ৮.৩০: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে সুস্থ হলেন ৬২ হাজার ২৮২ জন। এর ফলে এখনও পর্যন্ত সুস্থ হলেন সাড়ে ২১ লক্ষের বেশি মানুষ। সুস্থতার হার প্রায় ৭৫ শতাংশ।
সকাল ৮টা: ভারতে একদিনে নমুনা পরীক্ষা সংখ্যা পেরল এক মিলিয়নের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১০ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
India crosses the milestone of 1 million #COVID19 tests a day. More than 10 lakh people tested in the last 24 hours: Ministry of Health pic.twitter.com/FrhsQcWLgy
— ANI (@ANI) August 22, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.