সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রীদের জন্য সুখবর৷ এবারে সহজ হতে চলেছে অন্তর্দেশীয় উড়ানের নিয়মাবলী৷ নয়া বিমাননীতিকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ নতুন এই নীতিতে অনুমোদন মিলেছে ১ ঘণ্টার উড়ানে ভাড়া হ্রাসের৷
নতুন এই বিমাননীতি কার্যকর হলে এক ঘণ্টার অন্তর্দেশীয় বিমানের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০টাকা করার কথা বলে হয়েছে৷ এতে বিমানসংস্থাগুলির যা ক্ষতি হবে, তার ৮০ শতাংশ তাদের ফিরিয়ে দেবে কেন্দ্রীয় সরকার৷ নতুন এই নিয়মের ফলে কমে যেতে পারে কলকাতা-বাগডোগরা উড়ানের খরচ৷ কম হতে পারে কলকাতা-আগরতলা উড়ানের টিকিটের দামও৷
প্রসঙ্গত, সম্প্রতি অন্ডাল এয়ারপোর্ট দিল্লিগামী উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যান্ত্রিক ত্রুটির কারণেই উড়ান বন্ধ করা হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া পক্ষ থেকে৷ তবে বিশেষজ্ঞদের মতে, যাত্রী না হওয়ার কারণে ক্ষতিপূরণের জেরেই উড়ান বাতিল হয়েছে৷ এমত অবস্থায় অন্তর্দেশীয় উড়ানের নিয়মাবলী শিথিলের প্রস্তাব পাশ হওয়া আশার আলো দেখছেন দেশের বিমানসংস্থাগুলি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.