বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: দেশের কৃষকদের সুবিধার্থে সাতটি প্রকল্প নিয়ে ডিজিটাল কৃষি মিশন চালু করতে চলেছে কেন্দ্র সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সাতটি প্রকল্প সম্বলিত এই মিশন অনুমোদন করছে। এর জন্য সরকারের খরচ হবে ১৩,৯৬৬ কোটি টাকা। এই সাতটি প্রকল্প নিয়ে ডিজিটাল জন-পরিকাঠামোর গঠনের উপর ভিত্তি করে ডিজিটাল কৃষি মিশন কৃষকদের জীবনধারণের স্বাচ্ছন্দ্য বিধানে প্রযুক্তির ব্যবহার করবে।
রাজনৈতিক ওয়াকিবহালের মতে, নূন্যতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবি নিয়ে ২০০ দিন ধরে ধরনায় থাকা কৃষকরা চাপে ফেলে দিয়েছে মোদি সরকারকে। কৃষক-ক্ষোভ প্রশমিত করতে ও দৃষ্টি অন্য দিকে ঘোরাতে কেন্দ্রের এই প্রকল্প ঘোষণা।
সূত্রের খবর, এই মিশনে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা হল- মাটির চরিত্র, ডিজিটাল উপায়ে ফসলের মূল্যায়ন এবং ডিজিটাল উৎপাদন ক্ষমতার মডেলিং। শস্য ঋণের সঙ্গে যোগ স্থাপন, কৃত্রিম মেধা এবং বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তিকে যুক্ত করা, ক্রেতাদেরকে যুক্ত করা, মোবাইল ফোনে নতুন কৃষি সংক্রান্ত জ্ঞানভাণ্ডার গড়ে তোলা।
এছাড়াও, কৃষি সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থার উপগ্রহণের মাধ্যমে পাওয়া খরা, বন্যা, আবহওয়া সংক্রান্ত তথ্য এবং ভূগর্ভস্থ জল ও জলের প্রাপ্যতা সংক্রান্ত তথ্য কৃষকদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার মত বিষয়গুলিও থাকছে। এই মিশনে ফসল বিজ্ঞান ব্যবস্থা গড়ে তোলা হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্রকে শক্তিশালী করা হবে। কৃষি-শিক্ষা ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কৃষি-বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রী তৈরি করা যাতে তাঁরা উন্নত গবেষণার দিক নির্ণয় করতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.