Advertisement
Advertisement
Union Cabinet criminal cases

নতুন মন্ত্রিসভার ৯০ শতাংশ মন্ত্রীই কোটিপতি, ৪২ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা!

নিশীথ প্রামাণিক, জন বারলাদের বিরুদ্ধে একগুচ্ছ মামলা।

Union Cabinet: 42% of Ministers face criminal cases and 90% are crorepatis | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 10, 2021 3:47 pm
  • Updated:July 10, 2021 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন প্রণেতাদের হাতই রক্তে রাঙা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার প্রায় ৪২ শতাংশ সদস্যের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। একাধিক নবনির্বাচিত মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে একের বেশি মামলা। শনিবার এমনই রিপোর্ট পেশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR ।

ADR-এর রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নতুন মন্ত্রিসভার ৭৮ সদস্যের মধ্যে ফৌজদারি মামলা রয়েছে মোট ৩৩ জন অর্থাৎ ৪২ শতাংশের বিরুদ্ধে। এদের নধ্যে বাংলার জন বারলা এবং নিশীথ প্রামাণিক-সহ চার মন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মতো মারাত্বক অভিযোগও রয়েছে। এই ৩৩ জনের মধ্যে আবার ২৪ জনের বিরুদ্ধে খুন, ডাকাতির মতো ভয়াবহ মামলা চলছে। অর্থাৎ মোট কেন্দ্রীয় মন্ত্রীর ৩১ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। রিপোর্টে বলা হয়েছে, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে গুরুতর ৯টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য আরও ৩৮টি মামলা রয়েছে। বাংলার আরেক সাংসদ নিশীথ প্রমাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে রয়েছে মোট ১১টি মামলা। কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinte) পাঁচ সদস্যের বিরুদ্ধে রয়েছে সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার অভিযোগ। নির্বাচনের সময় অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সাত মন্ত্রীর বিরুদ্ধে। এই তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে মন্ত্রীদের দেওয়া বিভিন্ন হলফনামা থেকে।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় মেধা থাকুক দেশেই, ‘ব্রেন ড্রেন’ আটকাতে নতুন শিক্ষামন্ত্রীকে নির্দেশ মোদির]

এ তো গেল অপরাধ সংক্রান্ত তথ্য। ধনবলের দিক থেকেও গেরুয়া শিবিরের নতুন মন্ত্রিসভা রীতিমতো রেকর্ড গড়ল। ADR-এর রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভার প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ৭০ জন সদস্যই কোটিপতি। এর মধ্যে চার মন্ত্রীর সম্পত্তি ৫০ কোটি টাকারও বেশি! নতুন মন্ত্রিসভার মাত্র ৮ সদস্যের সম্পত্তি এক কোটি টাকার কম। নতুন মন্ত্রীদের মধ্যে দরিদ্রতম ত্রিপুরার প্রতিমা ভৌমিক। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ৬ লক্ষ টাকা। বাংলা থেকে মন্ত্রী হওয়া জন বারলা (John Barla) দ্বিতীয় দরিদ্রতম মন্ত্রী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ টাকা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement